Connect with us
ক্রিকেট

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের আরও কাছে বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি- বিসিবি

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুন শুরু করেছিল বাংলাদেশ। অবশ্য পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হোচট খায় টাইগাররা। ‘ডি’ গ্রুপ থেকে খেলা তিন ম্যাচের কোনটিতে জয় না পেয়ে ইতোমধ্যে বিশ্বকাপে ছিটকে আছে লঙ্কানরা। অপরদিকে অপরাজিত প্রোটিয়ারা নিশ্চিত করেছে নিজেদের সুপার এইট।

গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই চলছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে। এবার ডাচদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অসাধারণ এক জয় তুলে নিয়ে সুপার এইটের আরও কাছে পৌঁছে গেল শান্ত বাহিনী। গতকাল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে পরাজিত করেছে বাংলাদেশ।

আরনোস ভেলে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের অর্ধশতকে ভর করে ১৫৯ রানের সংগ্রহ উপায় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে বাংলাদেশকে দারুন চ্যালেঞ্জ উপহার দেয় ডাচ ব্যাটাররা। তবে রিশাদ-মুস্তাফিজদের বোলিং নৈপুন্যে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি নেদারল্যান্ডস।

অনেকদিন পর ব্যাট হাতে জ্বলে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ব্যর্থ হয়ে ফিরে গেলে তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৪৮ রানের জুটি গড়েন সাকিব। তামিম ২৬ বলে ৩৫ রান করে আউট হলে বেশিক্ষণ টিকতে পারেননি তাওহীদ হৃদয়ও।

এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাকিব। শুরুর দিকে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও দুটি করে ছক্কা ও চারের মারে ২১ বলে ২৫ রান করে বিদায় নেন রিয়াদ। শেষ দিকে জাকির আলী করেন ৭ বলে ১৪ রান। সাকিব আল হাসান ৯ চার হাঁকিয়ে ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ক্যালকুলেটে ব্যাটিং করতে থাকে নেদারল্যান্ডস। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে বাংলাদেশকে দারুন লড়াইয়ের আভাস দেয় ডাচরা। ১৫তম ওভারে নেদারল্যান্ডসের চতুর্থ উইকেট পড়ার আগ পর্যন্ত ম্যাচ জয়ের সম্ভাবনা সম্প্রচারকারী চ্যানেলে ডাচদেরই কিছুটা বেশি দেখানো হচ্ছিল।

তবে ১৫তম ওভারে রিশাদ হোসেন বল হাতে জোড়া উইকেট তুলে ম্যাচের মোমেন্টাম ফিরিয়ে দেন বাংলাদেশের দিকে। এরপর উইকেট শিকারে যোগ দেন সাকিব ও তাসকিন আহমেদ। দারুন ইকনোমিকাল বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। রিশাদ ৩৩ রান খরচায় নেন ৩ উইকেট। তাসকিন নিয়েছেন ২ টি এবং ১ টি করে উইকেট শিকার করেছেন ফিজ, সাকিব ও রিয়াদ।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার ভোরে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে কোন হিসেব-নিকেশ ছাড়াই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ। তবে হারলেও থাকছে টাইগারদের সুযোগ। নেদারল্যান্ডস শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে তখন এবং বাংলাদেশ পরাজিত হলে হিসেব হবে নেট রানরেটের। যেখানে এখন পর্যন্ত এগিয়ে টাইগাররা।

আরও পড়ুন: ম্যাথিউসের সেই ‘টাইমড আউট’ নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট