Connect with us
ক্রিকেট

পিন্ডি টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

Bangladesh vs Pakistan 1st Test Day 1
প্রথম দিন দাপুটে বোলিং করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ (বুধবার) স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে শুরুতে বোলিং করে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। সফরকারীদের দুর্দান্ত বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের কল্যাণে প্রথম দিন শেষে চালকের আসনে রয়েছে টিম টাইগার্স।

এদিন রাওয়ালপিন্ডিতে শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। এর ফলে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় ৩ টায়) টস হয় এবং টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত ৪১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। দলীয় ৩ রানেই আবদুল্লাহ শফিককে ফেরান হাসান মাহমুদ। ইনিংসের চতুর্থ ওভারে স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন শফিক। সেখানে শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন জাকির হাসান। ১৪ বলে মাত্র ২ রান করে বিদায় নেন এই ওপেনার।

আরও পড়ুন:

» গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগতম: বিসিবি সভাপতি ফারুক আহমেদ

» বাংলাদেশ-পাকিস্তান টেস্ট, পরিসংখ্যান কী বলছে 

ইনিংসের সপ্তম ওভারে আঘাত হানেন শরিফুল ইসলাম। অধিনায়ক শান মাসুদ লিটনের গ্লাভসে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। তবে শরিফুল প্রথমে আউটের আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিয়ে সফল হয় টাইগাররা। ১১ বলে ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন পাকিস্তান অধিনায়ক।

শরিফুল তার পরের ওভারেই দ্বিতীয়বারের মতো আঘাত হানেন। এবার তার শিকার সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। শরিফুলের লেগ স্টাম্পের বাইরে করা বল বাবরের ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। উইকেটের পেছনে থাকা লিটন দাস ঝাপিয়ে পড়ে এক হাতে বলটি তালুবন্দি করেন। এতে রানের খাতা খোলার আগেই ফিরে যান বাবর।

১৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর সাইম আইয়ুব ও সৌদ শাকিলের কল্যাণে শুরুর ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা। এই দুইজনের ব্যাটে ভর করে দারুণভাবে এগোতে থাকে তারা। তবে তাদের জুটি শতরান ছোঁয়ার আগেই ভেঙে দেন হাসান মাহমুদ। দলীয় ১১৪ রানের সাইমকে ফেরান এই পেসার। ৯৮ বলে ৫৬ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফিরে যান এই ওপেনার।

দিনের শেষ পর্যন্ত আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এক প্রান্তে অর্ধশত তুলে নিয়ে ৯২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন শাকিল এবং অন্য প্রান্তে ৩১ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশের হয়ে শরিফুল ১২ ওভারে চার মেডেন দিয়ে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। আর হাসান মাহমুদ ১৩ ওভারে ৩৩ রান খরচায় উইকেট শিকার করেছেন, যেখানে ৩টি মেডেন ওভার রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট