Connect with us
ক্রিকেট

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ বনাম আফগানিস্তান
বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- গুগল

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান।

নির্ধারিত ৫০ ওভার ম্যাচের ৩৭ ওভার ২ বলে গুটিয়ে যায় আফগানরা। ১৫৬ রান তুলতেই অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৯২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবরা।

এদিকে বিশ্বকাপ শুরুর আগের কিছু দিন বেশ অস্থির সময়ই পার করেছে বাংলাদেশের ক্রিকেট। দলের ওপেনিং নিয়ে সমস্যা, ওয়ানডে দলের অধিনায়কত্ব পরিবর্তন, তামিম ইস্যু- সব মিলিয়ে দলের মধ্যে মানসিকভাবে কিছুটা অস্বস্তি তো ছিলই। এত সব কিছুর পরেও বিশ্বকাপের শুরুটা কি দারুণভাবেই না করলো টিম বাংলাদেশ। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে লাল সবুজ বাহিনী।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং নেয় সাকিব বাহিনী। দলের স্পিনারদের বোলিং তোপে ৩৭ ওভার ২ বলেই ১৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করা রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী মিরাজের ব্যাট থেকে এসেছে ৫৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৫৬/১০ (৩৭.২)
টার্গেট: ১৫৭ (৫০)
বাংলাদেশ: ১৫৮/৪ (৩৪.৪)
ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

আরও পড়ুন: ‘আমরা তোমাকে কখনো ভুলব না’

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট