Connect with us
ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে হাসান মাহমুদের অভিষেক 

হাসান মাহমুদের টেস্ট অভিষেক। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে রীতিমতো ধরাশাই হয়েছিল বাংলাদেশ। ৩২৮ রানে পরাজয়ের সে ম্যাচে ব্যাটে বলে প্রতিযোগিতা গড়ে তুলতে পারেনি টাইগাররা। চট্টগ্রাম টেস্টে তাই আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে আগের ম্যাচে অভিষিক্ত নাহিদ রানাকে বিশ্রামে রেখে এই ম্যাচ অভিষেক হচ্ছে সাদা বলের ক্রিকেটে দারুন ছন্দে থাকা পেস বোলার হাসান মাহমুদের।

আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। সিলেট টেস্টে খেলা শরীফুল ইসলামকেও বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে দলে ফিরেছেন সাকিব আল হাসান। এতে করে উইকেটের কথা মাথায় রেখে নিজেদের স্পিন আক্রমণ শক্তিশালী করেছে বাংলাদেশ।

এর আগে ২০২১ সালে হাসান মাহমুদের ওয়ানডে ক্রিকেটে হয়েছিল অভিষেক। এখন পর্যন্ত ওয়ানডেতে ২২ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৩০ উইকেট। এর আগের বছরই অবশ্য টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হাসান মাহমুদের। সংক্ষিপ্ত এই ফরমেটে ১৭ ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছেন ১৮ উইকেট।

উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। যেখানে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে লঙ্কানরা জিতে নিলেও এরপর ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১‐০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে শেষ টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

আরও পড়ুন: মিডিয়ার সমালোচনার কারণেই লিটনের ব্যাটে রান নেই!

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট