Connect with us
ফুটবল

ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলতে পারল না বাংলাদেশ

SAFF U-17 Fina_Bangladesh vs India l
বাংলাদেশ বনাম ভারত। ছবি- সংগৃহীত

গত বছর ভুটানের থিম্পুর এই চাংলিমিথান স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবার সেই একই মাঠে ভারতের কাছে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের আরো একটি শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হলো বাংলাদেশের তরুণরা।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত।

থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ভারত। তবে ভারতের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশ। ম্যাচের ১৪তম মিনিটে গোলের বড় একটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। বক্সের বাঁ-প্রান্ত থেকে নেওয়া ক্রস প্রথম চেষ্টায় তালুবন্দি করতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। তার পাশেই ছিলেন বাংলাদেশের একজন খেলোয়াড়। তবে তিনি শট নেওয়ার আগেই দ্বিতীয় বার বল তালুবন্দি করেন ভারতের গোলরক্ষক।

আরও পড়ুন:

» কানপুরে চালকের আসনে ভারত, হার এড়াতে পারবেন শান্তরা?

» সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিং, অল্পের জন্য ফাইফার মিস 

বাংলাদেশের পাশাপাশি ভারতও বেশ কয়েকটি আক্রমণ করেছে। ম্যাচের ৩৫তম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করেছিল তারা। তবে তাদের নেয়া শট গোলপোস্টের পাশ কেটে চলে যায়। ম্যাচজুড়ে একাধিক আক্রমণ করেও ভালো ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে লিড নেয় ভারত। ডান প্রান্ত থেকে করা কর্নার কিক থেকে হেড দিয়ে গোল করে দলটি। পিছিয়ে পড়েও সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করে যায় বাংলাদেশ। ম্যাচের ৬৭ মিনিটে গোল করার সুযোগ পেলেও প্রতিপক্ষ গোলরক্ষকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।

এরপর আরো বেশ কয়েকটি সুযোগ মিস করেছে বাংলাদেশ। তবে ভারতের জয় নিশ্চিত হয় ইনজুরি সময়ে। ইনজুরি সময়ে ৯৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে বল জালে জড়ায় ভারতের খেলোয়াড়। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর নো সুযোগ ছিল না বাংলাদেশের। ফলে ২-০ গোলে পরাজয় বরণ করে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল