Connect with us
ক্রিকেট

পুরো সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ

Bangladesh Women vs Australia Women 3rd ODI
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত

শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশটা এড়াতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তাই আজ সুযোগ ছিল ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচটি জিতে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। উল্টো আজকেও ৮৯ রানে অলআউট হয়ে টানা তিন ম্যাচে একশো পেরোতে না পারার বিরল রেকর্ড গড়লো টাইগ্রেসরা।

এদিন মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করতে তেমন একটা সময় লাগেনি। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খুলে বসা বাংলাদেশ দলীয় ৩২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ২৬.২ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে স্বাগতিকেরা। লাল সবুজের প্রতিনিধিদের হয়ে মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছিলেন। বাকি সবাই উইকেটে সেট হওয়ার আগেই সাজ ঘরের পথ ধরেছিলেন।

সফরকারীদের হয়ে কিম গার্থ ও অ্যাশলি গার্ডনার সমান ৩ টি এবং এ্যালিস পেরি ও সোফি মলিনেক্স সমান ২ টি করে উইকেট শিকার করেন।

জবাবে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরু থেকেই রানের চাকা সচল রেখে ব্যাট করে যাচ্ছিল। ওপেনার লিচফিল্ড ২৭ বলে ১২ রান করে প্রথমে সাজ ঘরে ফেরেন। আরেক ওপেনার এ্যালিসা হিলি ৩৪ বলে ৩৩ করে রাবেয়া খাতুনের এলবিডব্লুতে কাটা পড়লে ৫৪ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।

কিন্তু তিন ও চার নম্বরে ব্যাট করতে নামা এ্যালিসা পেরির অপরাজিত ২৭ রান ও বেথ মুনির অপরাজিত ২১ রানের সুবাদে ৯০ রানের ছোট লক্ষ্যটি তারা মাত্র ১৮.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায়।

আর আজকের হারের মধ্য দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি অস্ট্রেলিয়ার কাছে ৩-০ তে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ। বল হাতে ৭ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন অজি বোলার কিম গার্থ। আর সিরিজ সেরার পুরস্কারও গেছে আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলি গার্ডনারের হাতে।

আরও পড়ুন: টেস্ট দল থেকে বাদ পড়েই ডিপিএলে হৃদয়ের ঝড়ো সেঞ্চুরি 

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট