Connect with us
ফুটবল

সাফ জিতে মেসিদের মতো উদযাপন বাংলাদেশের

Bangladesh celebrate like Argentinai after winning SAFF
সাফের শিরোপা জিতে আর্জেন্টিনার মতো উদযাপন করেছে বাংলাদেশের যুবারা। ছবি- সংগৃহীত

২০২২ সালে কাতার বিশ্বকাপের ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। শিরোপা হাতে নিয়ে লিওনেল মেসিদের সেই আইকনিক উদযাপন ক্যালেন্ডারের পাতায় দুই বছর গড়ালেও তা আজও অমর হয়ে রয়েছে৷

ক্রিকেট কিংবা ফুটবলে শিরোপা জয়ের পর আজও স্মরণ করা হয় লিওনেল মেসিদের সেই চমক জাগানিয়া উদযাপন৷ সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর লিওনেল মেসিদের আইকনিক উদযাপনকে অনুকরণ করলেন লাল-সবুজের প্রতিনিধিরা৷ যেন টাইম মেশিনে চড়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফিরে গেছে বাংলাদেশের যুবাররা৷

কাঠমুন্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে দাপুটে এক জয় পায় বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে যুব সাফ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে শিরোপা জয়ের চেয়েও শিরোপা নিয়ে উদযাপন নজর কেড়েছে সবার৷

আরও পড়ুন:

» জাতীয় দলে ডাক পেলেন সাফের সেরা খেলোয়াড় মিরাজুল

» সাফ শিরোপা জয়ীদের বড় পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফের 

ম্যাচ শেষে শিরোপা নিয়ে উদযাপনের সময় লিওনেল মেসির মতো করে প্রথমে গুটি গুটি পায়ে আসেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। এরপর ট্রফি ঝাঁকাতে ঝাঁকাতে চ্যাম্পিয়ন ব্যানারের সামনে যান আসিফ। পরে শিরোপা উঁচিয়ে উদযাপন করেন আসিফ, পরক্ষণেই অধিনায়কের সঙ্গে উদযাপনে তাল মেলায় মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভারা।

তবে উদযাপন কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি৷ শিরোপা জয়ের পর মেসিদের মতো রাতে ঘুমানোর সময় ট্রফিকে সঙ্গী করে ঘুমায় বাংলাদেশের ফুটবলাররা। এমন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ফুটবল ভক্তরাও যেন ফিরে গেছেন সেই ২০২২ সালের অমর বিশ্বকাপ ফাইনালে৷

অবশ্য এমন উদযাপন করারই কথা৷ কোচ মারুফুল হকের অধীনে চতুর্থবারের চেষ্টায় শিরোপার আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল৷ একই সঙ্গে নেপালও পেয়েছে বাংলাদেশের কাছে প্রথম হারের তিক্ত স্বাদ৷ তাই এমন উদযাপন হয়ত বাংলাদেশকেই মানায়৷

আরও পড়ুন:

» বীরের বেশে দেশে ফিরলো সাফজয়ী যুবারা, পেল উষ্ণ অভিনন্দন

» অনুশীলনে ফিরলেন মেসি, ম্যাচে ফিরবেন কবে? 

এর আগে এমন উদযাপন হয়েছিল ক্রিকেটও৷ ২০২৩ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছিল মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। সেইবার মেসিদের অনুকরণ করে শিরোপা উদযাপন করেছিল বাংলাদেশ।

শুধু তাই নয়, আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চতুর্থ শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ের পর দুই বছর আগে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের উদযাপনে মত্ত হয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা৷

কেবল ক্রিকেট-ফুটবল নয়, সমগ্র ক্রীড়াঙ্গনেই যেন মেসিদের সেই আইকনিক উদযাপন অমর হয়ে রয়েছে৷ তাই তো শিরোপা জিতলেই দলগুলো বারংবার ফিরে যায় ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে৷

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল