Connect with us
হকি

হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকির সেমিতে বাংলাদেশ

Bangladesh beats Hong Kong to reach Asia Cup hockey semis
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ছবি- এএইচএফ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে এবারই প্রথম অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ নারী দল। নিজেদের অভিষেক আসরেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। আজ সোমবার (৭ জুলাই) গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল এক বাজে অভিজ্ঞতায়। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল তারা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে এবং আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

এদিন হংকংয়ের বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েছিল তারা। তবে সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারও কেটেছে গোল ছাড়াই।

আরও পড়ুন:

» বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

» বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

তৃতীয় কোয়ার্টারে এসে অচলাবস্থা ভাঙেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। শেষ কোয়ার্টারের শেষদিকে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি দ্বিগুণ থেকে গোল করেন অধিনায়ক শারিকা রিমন।

তিন ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে প্রথম দল হিসেবে সেমিতে জায়গা পেয়েছে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা জাপান।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি