Connect with us
ফুটবল

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

Bangladesh football team
বিশ্বকাপ বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করল জামাল ভূঁইয়ারা। ছবি- সংগৃহীত

ধৈর্যের অসীম পরীক্ষায় পাস বাংলাদেশ। আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পৌঁছে গেল লাল-সবুজের দল। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে আজ ঘরের মাঠে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বসুন্ধরা কিংস এ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জামাল ভূঁইয়ারা। দুর্দান্ত এই জয়ে বাছাইপর্বের ‘আই’ গ্রুপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন আগে থেকেই রয়েছে। কাবরেরার দল আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে ‘আই’ গ্রুপে প্রথম ম্যাচ খেলবে।

এর আগে মালদ্বীপের বিপক্ষে তাদের ঘরের মাঠে ড্র করায় আত্মবিশ্বাসে যেন ঠাসা ছিল পুরো দলের মধ্যে। আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ মিনিটেই ফয়সাল আহমেদ ফাহিমের অসাধারণ এক এ্যাসিস্টে মালদ্বীপের জালে বল জড়ান রাকিব হোসেইন।

কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কাবরের দল। ম্যাচের ৩৬ মিনিটে কর্ণার থেকে গোল করে মালদ্বীপকে ম্যাচে ফেরান আইসাম। প্রথমার্ধে ১-১ এর সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার জাদু দেখান ফয়সাল আহমেদ ফাহিম। ৪৬তম মিনিটে মালদ্বীপের গোলকিপারকে পরাস্ত করে বাংলাদেশকে ২-১ গোলের লিড এনে দেন তিনি। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল। বারবার চেষ্টা করলেও মালদ্বীপের স্ট্রাইকাররা প্রতিবারই ব্যর্থ হন।

ম্যাচে দুদলের খেলোয়াড়দের ছয়টি হলুদ ও দুইটি লাল কার্ড দেখান রেফারি। বাংলাদেশের রানা দুটি হরুদ কার্ড দেখে ৫৯ মিনিটে মাঠ ছাড়েন। আর ম্যাচ শেষে অতিরিক্ত সময়ে এসে লাল কার্ড দেখেন মালদ্বীপের রাশেদ।

আরও পড়ুন: যে কারণে হাফটাইমেই থেমে গেল সুইডেন-বেলজিয়াম ম্যাচ

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল