Connect with us
ক্রিকেট

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক

শোয়েব মালিক ও বাবর আজম। ছবি- গুগল

আধুনিক ক্রিকেটে অধিনায়কদের বাড়তি চাপ সহ্য করতে হয়। এই চাপ অনেক সময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এজন্য নানা সময় তারকা ক্রিকেটারদের অধিনায়কত্ব থেকে সরে আসতে দেখা যায়। এবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সেই পরামর্শই দিলেন শোয়েব মালিক। 

বাবরকে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিতে বলেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। পাশাপাশি ব্যাটিংয়ে তাকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব।

তিনি বলেন, ‘আমি আগেও কয়েকবার এ কথা বলেছি যে বাবরের অধিনায়কত্ব ছাড়া উচিত। বাবর ব্যাটসম্যান হিসেবে দলের জন্য আরো চমৎকার কিছু উপহার দিতে পারেন। এটা আমার নিজস্ব মতামত। বাবর অধিনায়ক হিসেবে স্বাভাবিকের বাইরে চিন্তা করে না। এতদিন ধরে অধিনায়ক থাকলেও সে নিজের তেমন কোনো উন্নতি করতে পারেনি।’

বাবরের পরিবর্তে কে অধিনায়ক হতে পারেন এমন প্রশ্নের জবাবে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘বাবর আজম অধিনায়কত্ব ছাড়লে শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানের অধিনায়ক হওয়া উচিত। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে আক্রমণাত্মক নেতৃত্ব দিয়েছে সে।’

এবারের বিশ্বকাপে গত শনিবার ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যাবধানে হারে পাকিস্তান। তারপর থেকে ভক্ত সমর্থক এবং সাবেক খেলোয়ারদের কাছে সমালোচিত হচ্ছেন বাবর আজম ও পাকিস্তান দল।

আরও পড়ুন: এবারও ব্যালন ডি’অর জিতবে মেসি?

ক্রিফোস্পোর্স/১৭অক্টোবর২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট