Connect with us
ক্রিকেট

৭৭১ রানের ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া

Newzeland vs australia
শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে যায় নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠানো যে ভুল ছিল তা ম্যাচ শুরুর পরেই বুঝতে পারে কিউইরা। ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের অনবদ্য ব্যাটিংয়ে ৩৮৮ রানের পাহাড় দাঁড় করায় কিউইদের সামনে।

উদ্বোধনী জুটিতেই মাত্র ১৯ ওভার ১ বলেই ১৭৫ রান যোগ করে অজিরা। ৬৫ বলে ৮১ করে ওয়ার্নার আউট হয়ে যাওয়ার পরে দলীয় ২০০ রানে ট্রাভিস হেডও আউট হয়ে যায়। হেড ৬৭ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

পরে ম্যাক্সওয়েলের ২৪ বলে ৪১ এবং প্যাট কামিন্সের শেষ দিকে ১৪ বলে ৩৭ রানের ক্যামিওতে ৩৮৮ রানের সংগ্রহ পায় অজিরা। যদিও শুরুর দিকের অজি ব্যাটিং তান্ডবে মনে হচ্ছিল রান সাড়ে চারশ এর কাছাকাছিও হয়ে যেতে পারে।

পাহাড়সম রান তাড়ায় নেমে রচীন রবীন্দ্রের ১১৬ রান, ড্যারেল মিচেলের ৫৪ এবং শেষ দিকে জিমি নিশামের ঝোড়ো ৫৮ রানের পরও শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে হেরে যায় নিউজিল্যান্ড। কিউইরা থামে ৩৮৩ রানে। আর এতেই রেকর্ড ৭৭১ রানের ম্যাচে শেষ হাসি হাসে অজিরা।

কিউইদের বিপক্ষে জয়ে এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেল উড়তে থাকা অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দিকেও আরেকটু এগিয়ে গেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৮৮/১০ (৪৯.২)
নিউজিল্যান্ড: ৩৮৩/৯ (৫০)
ম্যাচে মোট রান: ৭৭১ 
ফলাফল: ৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ক্যারিয়ারের ইতি টানা নিয়ে কী ইঙ্গিত দিলেন মাহমুদুল্লাহ?

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট