Connect with us
ক্রিকেট

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক

Alyssa Healy Australia women cricket captain
এলিশা হ্যালি। ছবি- বিসিবির ভিডিও থেকে সংগৃহীত

চলতি বছরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্ব আসরকে সামনে রেখেই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যেখানে তারা সাদা বলের দুই ফরমেটে খেলেছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কোন সিরিজেই তেমন একটা লড়াই করতে পারেনি টাইগ্রেসরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরমেটে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন এলিশা হ্যালি। গতকাল মিরপুরে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন নিজের বাংলাদেশ সফর নিয়ে অনুভূতির কথা।

যেখানে হ্যালি বাংলাদেশের মানুষের আতিথেয়তা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন, ‘বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। আমাদের অনেক যত্ন করেছে। বাইরে খুব বেশি ঘুরা-ঘুরির সুযোগ হয়নি। তবে হোটেলে প্রতিটি সকালে দারুণভাবে অভ্যর্থনা জানানো হতো। এখানে আসতে পেরে, আতিথেয়তা নিতে পেরে খুব সৌভাগ্যবান মনে করছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জেনে খুবই ভালো লেগেছে। আমি আসলে এতটা জানতাম না। গতকাল হাই কমিশনের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। অনেক মজার মজার গল্প শুনেছি। আগের চেয়ে অনেক বেশি কিছু জেনে এবার বাড়ি ফিরছি। আমি বাংলাদেশ নিয়ে আরও জানতে চাই, সামনে যখন আসব আরও অনেক প্রশ্ন হয়ত মাথায় ঘুরপাক খাবে।’

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল লঙ্কান মেয়েরা

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট