Connect with us
ফুটবল

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

ফ্রান্স
টাইব্রেকারে হেরে মাঠেই কান্নায় লুটিয়ে পরে ফ্রান্সের মেয়েরা (বামে)। জয়ের পর উল্লাসে ফেটে পড়ে অস্ট্রেলিয়া। ছবি-বিবিসি

প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল। শনিবার সানক্রপ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় টাইব্রেকারে ফ্রান্স নারী দলকে ৭-৬ গোলে হারিয়েছে স্বাগতিক সকারু নারীরা।

শক্তি ও ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই। যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল দিতে পারেনি কোন দল।

এরপরে টাইব্রেকারেই হয় সেমির ভাগ্য নির্ধারণ। সেখানে দশম শট নিয়ে সাতটিতে গোল দিয়ে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া এবং বাদ পরেছে ফেভারেট ফ্রান্স।

টাইব্রেকারে প্রথম শট নেয় সকারুরা। প্রথম শটেই গোল করে তারা। কিন্তু ফ্রান্স শুরু করে মিস দিয়ে। পরের তিন শটে ফ্রান্স গোল করে। কিন্তু অস্ট্রেলিয়া মিস করে দ্বিতীয় শট।
চার শট শেষে ৩-৩ সমতা ছিল দু’দল। এরপর পঞ্চম শট মিস করে দু’দলই।

পরের তিন শটে অস্ট্রেলিয়া ও ফ্রান্স গোল করে। নবম শটে গিয়ে আবার মিস করে দুই দল। দশম শটে গিয়ে নির্ধারিত হয় কারা যাচ্ছে সেমিতে। সেখানে ফ্রান্সের ভিকি মিস করলেও অস্ট্রেলিয়ার কোর্টনি ভিনা গোল করে অস্ট্রেলিয়াকে পৌছে দেয় প্রথমবারের মতো সেমিফাইনালে।

আরও পড়ুনঃ নারী বিশ্বকাপ থেকে ‘সকল চ্যাম্পিয়নদের’ বিদায়

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল