Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ আয়োজনের জটিলতা দূর করতে কাজ শুরু করেছেন আসিফ

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ছবি- ফেসবুক

সরকারের পতনের পর ড: মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেছেন তিনি।

এদিন আসিফ মাহমুদকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা। নিজের রুমে উর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর আলাপ আলোচনা করেন বিভিন্ন বিষয়ে। যেখানে উঠে আসে বাংলাদেশে হতে যাওয়া আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই ক্রীড়া উপদেষ্টা।

এদিকে বিসিবি সূত্রে জানা গিয়েছিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পূর্বে দুটি বিষয়ে নিশ্চিত হতে চায় আইসিসি। যার মধ্যে প্রথমটি হচ্ছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ যাতে না থাকে। মূলত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলোয়াড়, কোচ আম্পায়ার ও কর্মকর্তাসহ সকলের যাতায়াত মসৃণ রাখতে হবে।

আজ আলোচনা শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘এরইমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলব। এছাড়া কিছু দেশের ভ্রমণ নিষেধাঞ্জা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে কাজগুলো চলমান রয়েছে, সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমরা তো আর তাদের নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দিতে ও নিতে পারব। আর বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন।’

সম্ভব হলে আইন মেনে অন্তর্বর্তীকালীন কাউকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তিনি, ‘সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির পরিচালকদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মোতাবেক যা করার, তাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়টিও দেখতে বলেছি।’

আরও পড়ুন: মেলবোর্নকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট