Connect with us
ক্রিকেট

এশিয়ার সেরা বাংলাদেশ, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা শিবলী

Ashiqur Rahaman Shibli
ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয়েছেন আশিকুর রহমান শিবলী। ছবি- বিসিবি

২০২৩ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এর মাধ্যমে ইতিহাসের সৃষ্টি করেছে জুনিয়র টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথম বারের মত বয়সভিত্তিক এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো সাকিব-তামিমদের উত্তরসূরীরা। পুরো আসর জুড়েই ব্যাট-বল উভয় বিভাগেই অপ্রতিরোধ্য ছিল নব্য চ্যাম্পিয়ন বাংলাদেশ।

তবে বাংলাদেশের যুবাদের মধ্যে সবচেয়ে অপ্রতিরোধ্য ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলী। গোটা আসরে শুধু সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭ রানের ইনিংসটা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন শিবলী। ৫ ম্যাচের টুর্নামেন্টটিতে ২ শতকের সাথে ২ টি অর্ধ শতকও হাঁকিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আর এতেই হয়েছেন, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা। প্লেয়ার অফ দ্য ফাইনাল ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এর মুকুট পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।

Man of the final ashikur

প্লেয়ার অফ দ্য ফাইনাল। ছবি- বিসিবি

আসরের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলেছিলেন ৭১ রানের এক ইনিংস। গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ৫৫ রান। শ্রীলংকার বিপক্ষে তো ১১৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের জয়ের ভীতই গড়ে দিয়েছিলেন। পরে সেমিতে ভারতের বিপক্ষে নিষ্প্রভ থাকলেও ফাইনালে ঘটালেন রাজসিক প্রত্যাবর্তন। ১৪৯ বলে ১২৯ রানের ইনিংস খেলে দলকে বড় রানের সংগ্রহ এনে দিলেন।

U-19 Asia Cup win Bangladesh vs UAE

আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি উদযাপন। ছবি- বিসিবি

পুরো আসরে শিবলী ৭৫.৬ গড়ে সর্বোচ্চ ৩৭৮ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন। চলতি বছরটাই আসলে শিবলীর ক্যারিয়ারে স্মরণীয় একটি বছর হয়ে থাকবে। সেমিতে ভারতের বিপক্ষে ম্যাচ বাদে পুরো আসরে যেমন দুর্দান্ত খেলেছেন, তেমনি নভেম্বরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৬২ রান এবং ভারতের বিপক্ষে ১৩৫ রানের দুটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন। সব মিলিয়ে বাংলাদেশ যুব দলের এই উইকেটরক্ষকের সময়টা যে বেশ ভাল যাচ্ছে তা বলাই যায়। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরেও আশিকুর রহমান শিবলীর থেকে নিশ্চয়ই এমন পারফরমেন্সই আশা করে আছে বাংলাদেশের কোটি ভক্ত।

আরও পড়ুন: যুবাদের হাত ধরে এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট