
নানা জল্পনার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এ বছরের এশিয়া কাপ আসর। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াতে পারে এবারের টুর্নামেন্ট। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যে কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা আরো বাড়তে থাকে।
এরই মাঝে আজ (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির উপস্থিতিতে এই সভায় এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। এই সভায় এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা অনেকটাই কমে গেছে।
আরও পড়ুন:
» প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে যুবারা
» র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার
সব ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ, যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের টুর্নামেন্টে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
তবে এবারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে না ভারতের মাটিতে। এবারের টুর্নামেন্টটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে দুবাই ও আবুধাবি। খুব শিগগিরই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করবে এসিসি।
প্রসঙ্গত, ঢাকায় এশিয়া কাপের বার্ষিক সাধারণ সভা আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। শুরুতে এই সভা বয়কটের ডাক দিয়েছিল ভারত। সেইসঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তানও এই সভায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছে এই সভা। তবে ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভায় অংশ নেন।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৫/বিটি
