Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের সেরা একাদশে সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি- গুগল

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র ঘোষিত এশিয়া কাপের সেরা একাদশে স্থান পেয়েছেন টাইগারদের দলপতি সাকিব আল হাসান।

যদিও এশিয়া কাপে ভাল কিছু করতে পারেনি টাইগাররা। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। দল কাঙ্খিত সাফল্য না পেলেও দারুন ফর্মে ছিলেন সাকিব।

টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সাকিবের ৮০ রানের ইনিংসের উপর ভর করে অসাধারণ জয় পায় বাংলাদেশ। এই আসরে ৪৩ গড়ে সাকিবের ব্যাট থেকে এসেছে সর্বমোট ১৭৩ রান। বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

ক্রিকইনফোর ঘোষিত সেরা একাদশে স্থান করে নিয়েছেন ৬ ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় শ্রীলঙ্কা থেকে স্থান পেয়েছেন ৩ ক্রিকেটার। এছাড়াও তাকিকায় পাকিস্থান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

ক্রিকইনফোর বাছাই করা এশিয়া কাপের সেরা একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ওয়াল্লালাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুন: বাংলাদেশ ও নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

ক্রিফোস্পোর্স/১৮সেপ্টেম্বর/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট