Connect with us
ফুটবল

রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল!

Arsenal interested in buying Rodrygo!
রদ্রিগোকে কিনতে আগ্রহী আর্সেনাল। ছবি- সংগৃহীত

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। এরপর রিয়াল মাদ্রিদের ডেরায় আসতে যাচ্ছেন ফরাসি তারকা৷ এমবাপ্পের আগমনে জায়গা হারাতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগো গোয়েস৷ এ সুযোগ নিতে চায় আর্সেনাল। রদ্রিগোকে কিনতে আগ্রহী তারা।

সাদেনা এসইআর’র বরাতে এমন খবর জানিয়েছে গোল ডটকম। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে রদ্রিগো যে খেলার জন্য কম সময় পাবেন, তা মোটামুটি নিশ্চিতই। কেননা ‍দুই তারকার পজিশন প্রায় একই। ফলে রদ্রিগোকে বিকল্প রাস্তা দেখাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল৷

আর্সেনাল প্রস্তাব দিলে রদ্রিগো সেটা বিবেচনা করতেই পারেন। দারুণ ফর্মে থাকার পরও কেউ ম্যাচ-টাইম কম পেলে তো আর সন্তুষ্ট থাকার কথা না!

তবে আর্সেনাল ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো জায়ান্ট ক্লাবগুলোও রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।

২০১৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখানো রদ্রিগো। বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে খেলেছেন ৪২ ম্যাচ। তাতে ১৫ গোলের পাশাপাশি ৮টি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি।

আরও পড়ুন:  র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, কত নম্বরে ব্রাজিল? 

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল