Connect with us
ফুটবল

নেইমার-রোনালদোর পথেই মেসির ‘বডিগার্ড’ ডি পল

মেসি ও ডি পল। ছবি- গুগল

আবারও ফুটবলের দলবদলের গল্পে নতুন হাওয়া দিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তাঁর খবর অনুযায়ী, সৌদি প্রো লিগের দল আল আহলি ডি পলের সঙ্গে চুক্তি করতে মরিয়া। উভয় পক্ষ নাকি ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে।

বিষয়টি আরও নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও।
তাঁর সংবাদ অনুযায়ী , আল আহলি ডি পলের বর্তমান দল অ্যাতলেতিকোর কাছে ৩২ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৮২ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকারও বেশি।

আল-আহলি এরই মধ্যে তারকায় ঠাসা দলে পরিণত হয়েছে। তাদের স্কোয়াডে রয়েছেন রবার্তো ফিরমিনো, এদুয়ার্দো মেন্ডি, রিয়াদ মাহরেজ, ফ্র্যাঙ্ক কেসির মতো ফুটবলাররা।

সৌদি আরবের ক্লাবগুলো অর্থের ঝনঝনানিতে দলবদলের বাজার উথাল-পাথাল করে দেয়ার শুরুটা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে টানার মধ্য দিয়ে। সর্বশেষ সৌদির আঙিনায় পা রেখেছে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।

মাঝে করিম বেনজেমা, এনগালো কান্তে থেকে শুরু করে সৌদিতে পাড়ি জমিয়েছেন হাকিম জিয়াস-খালিদু কোলিবালিদের মত তারকারাও।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকেও লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে নিতে চেয়েছিল সৌদির ক্লাব আল হিলাল। বছরে ৪০ কোটি ইউরোর বিনিময়েও মেসি আল হিলালের প্রস্তাবে রাজি হননি।
বরং তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে।

এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে লিওনেল মেসির ‘বডিগার্ড’ খ্যাত তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের নাম। তবে শেষ খবর জানতে আরও অপেক্ষা করতে হবে সমর্থকদের, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দলে ভেড়াতে পারবে তো আল আহলি!

আরও পড়ুন : অসুস্থ মায়ের পাশে থাকতে আবারও ছুটিতে মাহমুদুল্লাহ

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল