Connect with us
ফুটবল

আর্জেন্টিনা-ব্রাজিল– কার ঝুলিতে কত শিরোপা?

Argentina-Brazil – who has how many titles
সর্বশেষ শিরোপা হাতে ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা-ব্রাজিল— ফুটবলে দুই দলের দ্বৈরথ জগদ্বিখ্যাত। সমর্থকদের মাঝেও রয়েছে দুই ভাগ। কারো চোখে সেরা দল ব্রাজিল, আবার কেউ এগিয়ে রাখেন মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনাকে। এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে তর্কও চলে বেশ। চায়ের আড্ডায় প্রায়ই চলে আসে ব্রাজিল-আর্জেন্টিনার সাফল্য আর ব্যর্থতার প্রসঙ্গ।

ব্রাজিলের রয়েছে বিশ্বকাপের পাঁচখানা শিরোপা৷ আর্জেন্টিনা রয়েছে তিনটি। তবে সার্বিকভাবে শিরোপার জয়ের দিক ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা ও ফিনালিসিমায় ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার ঝুলিতেই রয়েছে সবচেয়ে বেশি শিরোপা।

সবচেয়ে বেশি ট্রফি জয়ের দিক থেকে ব্রাজিল, আর্জেন্টিনার ছাড়াও রয়েছে চমকে যাওয়ার মতো অনেক নাম। অনেকে হয়ত ভাবছেন, ইউরোপিয়ান কোনো দলের কথা। কিন্তু না, সবচেয়ে বেশি শিরোপা জয়ীদের তালিকার শীর্ষ পাঁচেও নেই কোনো ইউরোপিয়ান দল৷ তাহলে কে আছে? ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিবেশী উরুগুয়ে রয়েছে এই তালিকায়৷ আর্জেন্টিনার পর ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি ট্রফির মালিক উরুগুয়ে। উরুগুয়ে ছাড়াও তালিকায় রয়েছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অর্থাৎ ট্রফি জয়ের দিক থেকে শীর্ষ পাঁচের সবকটি দেশই উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের।

কার ঝুলিতে কত শিরোপা?

আর্জেন্টিনা

ফুটবলে বর্তমানে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ফুটবলে দলটির ইতিহাস ১২৩ বছরের। বড় প্রতিযোগিতায় শিরোপা জয়ের সংখ্যা বিচারে আর্জেন্টিনাই সবচেয়ে সফল। দলটির ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ২২টি শিরোপা।

এর মধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তিনবার, কোপা আমেরিকা জিতেছে রেকর্ড ১৬ বার, কনফেডারেশনস কাপ জিতেছে ১ বার, দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ম্যাচ ফিনালিসিমা জিতেছে ২ বার।

আরও পড়ুন:

» কেন এত ফুটবলাররা ১০ নম্বর জার্সি পরতে চায়?

» সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি শিরোপা কার? 

বিশ্বকাপের শিরোপার দিকে থেকে অবশ্য পিছিয়ে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের প্রথম দুটি আসরে অংশ নিলেও ১৯৩৮, ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় আর্জেন্টিনা। মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৭০ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি দলটি। তাই এখন পর্যন্ত বিশ্বকাপের ১৮টি আসরে অংশ নেয় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের শিরোপার দিক থেকে ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের পর সবচেয়ে সফল দলটিও তারা। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। এ পর্যন্ত বিশ্বকাপে খেলা ৮৮ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৪৭টিতে। ১৭ ম্যাচে ড্র ও ২৪ ম্যাচে দলটি দেখেছে হার।

উরুগুয়ে

শিরোপা জয়ের দিক থেকে আর্জেন্টিনার পরই সবচেয়ে সফল দল উরুগুয়ে। অনেকেই হয়ত ভেবে রেখেছেন, নামটা হয়ত ব্রাজিল হবে৷ কিন্তু না, উরুগুয়ের ঝুলিতে রয়েছে ১৯টি শিরোপা। এর মধ্যে বিশ্বকাপ জিতেছে দু’বার, কোপা আমেরিকা জিতেছে ১৫ বার। এর বাইরে ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকের ফুটবল ইভেন্টেও সোনা জিতেছে উরুগুয়ে।

বিশ্বকাপে উরুগুয়ে নামটা নানা দিক থেকেই বিশেষ। কারণ বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে৷ শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে প্রথম শিরোপাও ঘরে তুলে উরুগুইয়ানরা৷ যদিও প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েও পরের দুই আসরে নিজেদের সরিয়ে নেয় উরুগুয়ে। ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন হয় তারা। এরপর আরো ১২টি আসরে অংশগ্রহণ করলেও আর শিরোপার দেখা পায়নি তারা।

ব্রাজিল

ব্রাজিলের ফুটবল ইতিহাস ১১১ বছরের। দীর্ঘ এই পথচলায় ব্রাজিলকে বলা হয় বিশ্বের অন্যতম সফল দল। কারণ ব্রাজিলের ঘরে রয়েছে পাঁচটি বিশ্বকাপের শিরোপা, সবমিলিয়ে শিরোপার সংখ্যাটা ১৮। এর মধ্যে ব্রাজিল কনফেডারেশনস কাপ জিতেছে চারবার এবং নয়বার জিতেছে কোপা আমেরিকা। এছাড়াও অলিম্পিক ফুটবলে সোনা জিতেছে ব্রাজিল। ২০১৬ সালে রিও ও ২০২১ সালে টোকিওতে ফুটবল ইভেন্টে সোনা জিতেছিল ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল।

আরও পড়ুন:

» যেভাবে অলিম্পিকে হবে ক্রিকেট টুর্নামেন্ট

» যে কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত 

অবশ্য বিশ্বকাপে ব্রাজিল যেন অনন্য। এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সবকটি আসরেই অংশগ্রহণ রয়েছে ব্রাজিলের। বিশ্বকাপে সবমিলিয়ে ১১৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৭৬টিতে জয়, সমান সংখ্যক ১৯টি ম্যাচে ড্র ও হারের দেখা পেয়েছে দলটি৷ ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের হয়ে খেলেছেন পেলে, রোনাল্ডো, রোমারিও, রোনালদিনহো, কাফু, জিকো, গারিঞ্চার মতো খ্যাতনামা তারকারা। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০,১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পাঁচ বার শিরোপা ঘরে তোলে সেলেসাওরা। তবে দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও এখনো হেক্সা শিরোপা ঘরে তুলতে পারেনি ব্রাজিল।

মেক্সিকো

ট্রফি জয়ের দিক থেকে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের ঠিক পরেই রয়েছে মেক্সিকো। ফুটবলে মেক্সিকোর বয়স ১০২ বছর। দীর্ঘ এই পথচলায় এ পর্যন্ত ১৪ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে মেক্সিকো। এর মধ্যে একবার কনফেডারেশনস কাপ জয়ের পাশাপাশি ১৩ বার জিতেছে কনক্যাকাফ গোল্ড কাপ।

যুক্তরাষ্ট্র

১৮৮৫ সালে কানাডার বিপক্ষে ম্যাচ ফুটবলে অভিষেক হয় যুক্তরাষ্ট্র জাতীয় দলের। নিজেদের ১৪০ বছরের ইতিহাসে ১০ বার বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উত্তর আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ৭ এবং কনক্যাকাফ নেশনস লিগ জিতেছে ৩ বার।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল