Connect with us
ফুটবল

নেইমারের আল হিলালে যোগ দিলেন আরো এক ব্রাজিলিয়ান

Renan Lodi
২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লোদিকে দলে ভিড়িয়েছে আল হিলাল। ছবি- সংগৃহীত

নেইমারের সাথে জুটি বাধতে আরো একজন ব্রাজিলিয়ানকে দলে ভেড়াল সৌদি ক্লাব আল হিলাল। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই থেকে রেনান লোদিকে দলে ভিড়িয়েছে নেইমারের বর্তমান ক্লাবটি। দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্যটি নিশ্চিত করেছেন।

২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লোদিকে দলে ভিড়িয়েছে আল হিলাল। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ব্রাজিলিয়ান লেফটব্যাক।

ক্লাবটির হয়ে ৬ নম্বর জার্সি পরে খেলবেন লদি। ছবি- সংগৃহীত

২০১৯ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় লোদির। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১৯ টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। এছাড়া ক্লাব ফুটবলে অলিম্পিক মার্শেই ছাড়াও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান।

গত আগস্টে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। যদিও ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আল হিলালে রয়েছেন আরো দুইজন ব্রাজিলিয়ান ম্যালকম ও মাইকেল। নেইমার মাঠে ফিরলে একসাথে আল হিলালের জার্সিতে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফুটবলারদের।

আরও পড়ুন: রোনালদোকে টপকে এশিয়ার সেরা ফুটবলার সন 

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল