Connect with us
ফুটবল

রোনালদোর নাসরকে হারিয়ে সুপার কাপ জিতল আল হিলাল

হিলালের কাছে হারল নাসর। ছবি- সংগৃহীত

ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। সৌদি সুপার কাপে ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষেও সেটা মনে হচ্ছিল খুব সম্ভব। রোনালদোর গোলে এগিয়ে ছিল নাসর। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় গোটা দৃশ্যপট। শেষ পর্যন্ত রোনালদো বাহিনীকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ পঞ্চম বারের মত সৌদি সুপার কাপ জিতল হিলাল।

আজ শনিবার (১৭ আগস্ট) রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নাসরের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার জুনিয়রের দল আল হিলাল। এদিন রোনালদোর দলকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হিলালের হয়ে জয়ের রাতে জোড়া গোল করেছেন আলেকজান্দার মিত্রভিক। একটি করে গোল পেয়েছেন সার্গেজ সেভিক ও ম্যালকম।

এদিন সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে সমানভাবেই আধিপত্য বিস্তার করে দুদল। তবে প্রতিপক্ষ দূর্গে শট নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল নাসর। তারা চার দফা প্রতিপক্ষের গোল পোস্ট লক্ষ্য করে শট নেয়। যার মধ্যে একটিতে সফল হয় রোনালদোর হাত ধরে। অপরদিকে কেবল একটি শট নাসরের পোস্ট লক্ষ্য করে নেয় হিলাল। যেই শটটি প্রতিহত হয় গোল পোস্টে বাধা পেয়ে।

তবে দ্বিতীয়ার্ধের বদলে যায় সব। হিলাল আরও ৭ শট প্রতিপক্ষের দূর্গে নেয়। যার মধ্যে ৪ বারই হয় গোল। অপরদিকে একটি শটও নিতে পারেনি রোনালদোর দল। যদিও প্রথমার্ধের শেষ সময়ে প্রথম ম্যাচের ডেডলক ভাঙেন রোনালদো। ৪৪তম মিনিটে আবদুলরহমান ঘারিবের বাড়িয়ে দেয়া বল ডি-বক্সের মধ্যে পেয়ে যান তিনি। কোন ভুল না করে আলতো শটে জালে বল জড়ান রোনালদো। এতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল হিলাল। ম্যাচের ৫৫তম মিনিটেই পেয়ে যায় হিলাল নিজেদের কাঙ্খিত গোল। দলকে সমতায় ফেরান সার্গেজ সেভিক। এরপর ৬৩ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রভিক। নাসরের জালে শেষ গোলটি ৭২ মিনিটে করেন ম্যালকম। ম্যাচে আর কোন গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

আরও পড়ুন: সাম্প্রদায়িক অস্থিরতায় অনিশ্চিত বাংলাদেশ-ভারত ম্যাচ

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল