Connect with us
ফুটবল

মার্টিনেজ-রোনালদিনহোর পর এবার ঢাকায় আসছেন ডি মারিয়া!

Angel Di maria
আর্জেন্টাইন ফুটবল তারকা আনহেল ডি মারিয়া। ছবি- সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালের ডিসেম্বর মাসে নিজেদের বহুল কাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বকাপ জেতে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের সে বিশ্বকাপ জয়ে উল্লাসের বাঁধ ভেঙেছিল বাংলাদেশের কোটি কোটি আর্জেন্টিনার সমর্থকদের মাঝে। বাংলাদেশি সমর্থকদের কল্যাণে তাই বিশ্বকাপের মঞ্চ থেকে শুরু করে আর্জেন্টিনার রাজধানী সবখানেই বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল।

বাংলাদেশের মানুষদের থেকে পাওয়া অকুণ্ঠ সমর্থনের প্রতিদানই দিয়েছিল আর্জেন্টাইনরা। দেশটির ফুটবলার থেকে শুরু করে, কোচ, ফেডারেশন এমনকি আর্জেন্টিনার সরকারও বাংলাদেশের সমর্থকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।

বাংলাদেশীদের ভালোবাসা দেখতে তো গত বছরের জুলাইয়ে ঢাকায় ছুটে আসেন বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমির পরে অবশ্য ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোও ঢাকায় এসে ঘুরে গেছেন। এবার ঢাকায় আসতে যাচ্ছেন সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য আনহেল ডি মারিয়া। তথ্যটি নিশ্চিত করেছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এর আগেও এই শতদ্রু দত্তই এমি মার্টিনেজ ও রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসার বন্দোবস্ত করেছিলেন।

টাইমস নাও নিউজকে দেয়া সাক্ষাৎকারে শতদ্রু জানান, ‘গত বছরই কলকাতা ও ঢাকায় আসার কথা ছিল ডি মারিয়ার। কিন্তু তার ক্লাব (পোর্তো) থেকে তিনি ছুটি না পাওয়ায় আর আসতে পারেননি। তবে এটা নিশ্চিত যে, ২০২৪ সালে মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুর দিকে তিনি কলকাতা ও ঢাকা সফরে আসবেন।’

গত বছরের জুলাইয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমি এবং অক্টোবরে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদিনহো ঢাকায় এসেছিলেন এই ক্রীড়া উদ্যোক্তার মাধ্যমেই। যদিও এই দুই তারকার আগমনকে ঘিরে অনেক বিচ্যুতিই তখন চোখে পড়েছিল। যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল আয়োজকদের। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার ডি মারিয়ার বেলায় আরও সফলতার ছাপ রাখতে চান শতদ্রু, ‘ডি মারিয়ার এবারের সফর অন্যদের থেকে কিছুটা দীর্ঘ হতে পারে। এবারের অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে করতে চাই আমরা। এবারের অনুষ্ঠানটা বড় জায়গায় অথবা স্টেডিয়ামেও আয়োজন করা হতে পারে।’

এমির আগমন নিয়ে নিশ্চয়তা থাকলেও সফর শুরুর হওয়ার আগ দিয়ে একেবাটে শেষ মুহুর্তে কিছুটা অনিশ্চয়তার মেঘ জড়ো হয়েছিল। ডিমারিয়াকে নিয়ে তাই এ দফায় আগে ভাগেই বেশ সচেতন আছেন শতদ্রু, ‘ডিমারিয়ার আসতে এখনো চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে। বাংলাদেশে ডি মারিয়ার ব্যাপারে কারা পৃষ্ঠপোষকতা করবে তার সব কিছুই ঠিক করা হবে।’

আরও পড়ুন: ব্রাজিলের ডাগআউটে এক পা দিয়ে রাখলেন দরিভাল জুনিয়র 

ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল