Connect with us
ক্রিকেট

দুই দিন পার হলেও টস হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের

ফ্যান দিয়ে মাঠ শুকিয়েও খেলতে পারেনি আফগানিস্তান-নিউজিল্যান্ড

প্রথমবারের মতো টেস্টে খেলতে নেমেছিল আফগানিস্তান-নিউজিল্যান্ড। ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা এই লড়াই। অথচ ম্যাচটির দুই দিন পার হলেও এখন পর্যন্ত টস অনুষ্ঠিত হয়নি। মূলত ভেন্যুর আউটফিল্ড খেলার জন্য অনুপযুক্ত থাকায় এখন পর্যন্ত মাঠে নামতে পারেনি দলগুলো।

আউটফিল্ড শুকাতে গ্রাউন্ড-স্টাফরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করেছে। মাঠের এমনকি কিছু জায়গায় নতুন করে ঘাস প্রতিস্থাপনের চেষ্টা করে। তবুও বল মাঠে গড়ায়নি, ম্যাচটি শুরু হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে দুই দলকে। যদিও সিরজটি কেবলই এক ম্যাচের।

আফগানিস্তান ভারতের গ্রেটার নয়ডা নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। যেখানে প্রথমবার কিউদের মুখোমুখি হওয়ার কথা রশিদ খানদের। তবে বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত হওয়া পর আজ দ্বিতীয় দিনও পরিত্যক্ত হলো।

মাঠে ম্যাচ গড়াতে ফ্যান ব্যবহারের পাশাপাশি আউটফিল্ডের কিছু জায়গায় প্র্যাকটিস পিচ থেকে ঘাস তুলে এনে লাগানোও হয়। গ্রাউন্ডস্টাফদের অনেক চেষ্টা সত্ত্বেও শেষ আউটফিল্ড খেলার উপযুক্ত বলে মনে করা হয়নি।

আরও পড়ুন:

» এবার গুরুত্বপূর্ণ সিরিজ সরে যাচ্ছে বাংলাদেশ থেকে!

» ভারত সফরে গিয়ে ‌‘বল’ নিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ

মজার কথা স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচের টস হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা দুপুর ১২:২৫ টার দিকে মাঠে পৌঁছায়। অন্যদিকে আফগানিস্তানের খেলোয়াড়রা ভেন্যুতেই আসেননি। দ্বিতীয় দিন দুপুর ২.৫৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হয়।

ম্যাচের তৃতীয় দিন তথা আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় টস হওয়ার কথা রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এসএম

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট