Connect with us
ফুটবল

আবাহনীকে জিততে দিলো না মোহামেডান, মানরক্ষা বসুন্ধরা কিংসের

crifo bpl football
আবাহনী-মোহামেডানের মতো ড্র করেছে বসুন্ধরা কিংসও।

প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে এখনো পর্যন্ত অপরাজিত দল মোহামেডান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ড্র করে ২-২ গোলে।

লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখে এখন পর্যন্ত অপরাজিত দল মোহামেডান। শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলের সমতায় মানরক্ষা হয় লিগ লিডার বসুন্ধরা কিংসের। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ এ হারায় রহমতগঞ্জকে।

ঘরোয়া ফুটবলে দর্শক খরায় ঐতিহ্যবাহি মোহামেডান ও আবাহনী ম্যাচেও ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগই ছিলো খালি। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ছিলো নাটকিয়তা ও চরম উত্তেজনা। ম্যাচের দুই মিনিটেই ব্রাজিলিয়ান ব্রুনো গনজালভেসের ফ্রি কিক থেকে লিড পায় আবাহনী।

বিরতির পর ব্যবধান দ্বিগুন করেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। পিছিয়ে পড়েও দমে যায়নি মোহামেডান। ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণে চেষ্টা করে প্রতিপক্ষের রক্ষন ভাঙ্গার। ৬৫ মিনিটে বক্সের মধ্যে ইমানুয়েল সানডেকে আবাহনীর এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টি পায় সাদা-কালো জার্সিধারীরা।

সুযোগটা কাজে লাগান মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। ৭৮ মিনিটে বক্সের মধ্যে ইরানি ডিফেন্ডার মিলাদ শেখের হ্যান্ডবলে আবারো পেনাল্টি পায় মোহামেডান। তবে তা মানতে পারেনি আবাহনী। রেফারির সাথে বাকবিতন্ডায় উত্তেজনা ছড়ায় ম্যাচে। খেলাও বন্ধ থাকে কিছুক্ষন। পরে খেলা শুরু হলে স্পটকিকে ব্যবধান ২-২ করেন দিয়াবাতে।

লিগে ৯ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৭। আবাহনীর পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৭ জয় এক হার ও এক ড্রতে ২২ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। এবারের মৌসুমে এখনো পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি রহমতগঞ্জ এফসি আর ব্রাদার্স ইউনিয়ন।

আরও পড়ুন: ম্যাচের সেরা বোলার তাইজুল ম্যাচ শেষে যা বললেন

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল