Connect with us
ক্রিকেট

ফখর উইকেটে থাকলে ৪৫০ রানের লক্ষ্যও সম্ভব ছিল : বাবর আজম

Team pakistan 2
টিম পাকিস্তান। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল রুদ্ধশ্বাস এক ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। টস হেরে শুরুতে ব্যাট করা কিউইদের ব্যাটিং তান্ডবে ৪০১ রানের পাহাড়সম লক্ষ্য পায় পাকিস্তান। বড় রান তাড়া করতে নেমে, বাবর-ফখররাও এনে দেন উড়ন্ত সূচনা। বড় রানের চাপে ভেঙ্গে না পড়ে তারাও দুর্দান্ত ব্যাট চালাতে থাকেন। পরে বৃষ্টি আইনে ম্যাচটি ২১ রানে জিতে নেয় বাবর আজমের দল।

২৫ ওভার ৩ বলে ২০০ রান তোলার পর বৃষ্টি শুরু হলে ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। অথচ পাকিস্তানের লক্ষ্য ছিল ৪০২ রানের। এই রান তাড়া করতে হলে বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করতে হতো বাবর-ফখরদের। তাই ব্যাটিংয়ের মাঝপথে বৃষ্টির হানা পাকিস্তানের জন্য যে আশীর্বাদস্বরূপ ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু দলপতি বাবর আজমের মতে গতকাল পাকিস্তানের লক্ষ্য যদি ৪৫০ রানেরও হতো, সেটাও তাদের পক্ষে তাড়া করা সম্ভব ছিল। মূলত গতকাল ফখর যেভাবে ব্যাটিং করেছেন, সেটা দেখেই বাবরের এমন মন্তব্য।

পাকিস্তান কাপ্তান বলেন, আমার মতে ফখর উইকেটে টিকে থাকলে ৪৫০ রান তাড়া করাও আমাদের পক্ষে সম্ভব ছিল। ফখর কাল যেভাবে ব্যাট করেছে, তার এ ধরনের ইনিংসের ৯০ শতাংশ ম্যাচেই আমরা জয় পাই।’

ফখর কাল রীতিমতো ব্যাট হাতে ঝড় তুলেছিল বেঙ্গালুরুর ময়দানে। সাথে কাপ্তান বাবরের যোগ্য সঙ্গে এবং বৃষ্টির কল্যাণে কাজটা ‘সহজতর’ হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। ফখরের গতকালের শতকটি পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বমঞ্চে হাঁকানো দ্রুততম শতক।

ফখরকে নিয়ে অধিনায়ক বাবর আরও বলেন,’ প্রতিটা ছয়ের পরে আমি তাকে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছি। কিন্তু প্রতিবারই সে আমাকে ঠিক আছে বলে আবারও যেভাবেই হোক ছয় মারার চেষ্টা করে গেছে। তারপর আমি ওকে বলেছি, তুমি যা ইচ্ছা করো শুধু আউট হয়ো না। ফখরের ইনিংসটি আমার দেখা অন্যতম সেরা একটি ইনিংস।

আরও পড়ুন: হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড, সেমির পথে অজিরা

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট