
বিশ্বকাপের আগে দল গোছানোর প্রস্তুতিতে প্রীতি ম্যাচে মাঠে নামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা মুখোমুখি হয় ভেনেজুয়েলার। এদিন লিওনেল মেসি মাঠে না থাকলেও, একমাত্র গোল করে দলকে জয় এনে দেন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল। প্রথম ১০ মিনিটেই লাউতারো মার্টিনেসের শটে গোলের সুযোগ তৈরি হয়, কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক কনত্রেরাস সেটি ঠেকিয়ে দেন। কিছুক্ষণ পরই দূরপাল্লার শটে চেষ্টা করেন নিকো পাস, তাও ব্যর্থ হয়। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় আর্জেন্টিনা। মার্টিনেসের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে নিচু শটে গোল করেন লো সেলসো। এছাড়া আর কোনো গোল পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে আর্জেন্টিনার কয়েকটি আক্রমণ গোলের কাছাকাছি গেলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। ভেনেজুয়েলার গোলরক্ষক কনত্রেরাস একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে বড় ব্যবধানের হার এড়ান।
অন্যদিকে, ভেনেজুয়েলাও কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল। প্রথমার্ধে আলেহান্দ্রো মার্কেসের হেড গোলবারের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ এসেছিল কিনতেরোর শটে, কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, এই প্রীতি ম্যাচগুলোতে তিনি অনিয়মিত ও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেবেন। সেই পরিকল্পনা অনুযায়ীই একাদশ সাজান তিনি। মেসি, দি মারিয়া, জুলিয়ান আলভারেজদের বিশ্রাম দিয়ে পরীক্ষামূলকভাবে নতুনদের মাঠে নামানো হয়। এতে করে বেঞ্চের শক্তির পরীক্ষাও হয় যা দলের জন্য কাজে দেবে।
ম্যাচ জয়ের পর স্কালোনি বলেন, “আমরা মূলত দলটাকে পরীক্ষা করেছি। কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছি। যারা খেলেছে, তারা নিজেদের সেরাটা দিয়েছে। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বেড়েছে।”
ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ের পর আর্জেন্টিনা এখন প্রস্তুতি নিচ্ছে তাদের পরবর্তী প্রীতি ম্যাচের জন্য। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর।
ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/টিএ
