Connect with us
ক্রিকেট

ম্যাচ হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন রাবেয়া

Bangladesh women team batting collapse
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে এরপর যেন আবার দিক হারায় টাইগ্রেসরা। ইংল্যান্ডের সঙ্গে লড়াই করে হারলেও গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। আর এমন হারে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন রাবেয়া খাতুন।

গতকাল ভারতের গৌহাটিতে মাঠে নামে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ২২৭ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে বাংলাদেশ। মাত্র ৩৩ রান তুলতেই তারা হারায় ৬ উইকেট। শঙ্কা ছিল ১০০ রানের আগেই অলআউট হওয়ার। তবে শেষ পর্যন্ত টেনেটুনে ১২৭ রান করতে পেরেছে বাংলাদেশ।

১০০ রানের বড় হারের জন্য ব্যাটিং বিপর্যয়করেই কারণ মনে করছেন রাবেয়া। বারবার ব্যাটিংয়ে ব্যর্থতার কারণ নিয়ে প্রশ্নের জবাবে রাবেয়া বলেছেন, ‘এটা আসলে ব্যাটারদেরকেই জিজ্ঞেস করা উচিত। লোয়ার অর্ডারে যারা ব্যাট করে তাদের জন্য আসলে যত ভালোই করুক, উপর থেকে রান না আসলে ভালো করা কঠিন। উইকেট সেইমই ছিল, আমরা খেলতে পারিনি এটা হচ্ছে বড় কথা। উইকেট সেইমই ছিল।’



তিনি আরও বলেন, ‘গত ২ ম্যাচে হেরেছি আমরা। ব্যাটিং কলাপ্সটাই বেশি ভোগাচ্ছে আমাদের। বোলিং, ফিল্ডিং ঠিকঠাক হচ্ছে, এটা ধরে রাখতে হবে। শুরুতে অনেক উইকেট হারিয়ে ফেলেছি। ফাহিমা খাতুন এবং আমি মিলে সিঙ্গেলে খেলার চেষ্টা করেছি, কিছু রান তুলেছি। আমরা বলতেছিলাম যত সিঙ্গেল নিব এখন পরে কাভার করতে পারব। বড় শট খেলতে পারছিলাম না, উইকেট পড়ে যাওয়ার কারণে।’

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দলের ভরসা হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। ২৮ বল খেলে করেছিলেন মাত্র ৪ রান। অধিনায়কের এমন রান না পাওয়ার বিষয়ে রাবেয়া বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জ্যোতি আপু রান পাচ্ছে না। তিনি আত্মবিশ্বাসী আছেন, তবে রান পাচ্ছেন না।’ উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট