Connect with us
ফুটবল

হংকংয়ের বিপক্ষে খেলতে ঢাকায় সামিত সোম

Shamit Shome
সামিত সোম। ছবি- সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নামতে ইতোমধ্যে দেশে পা রেখেছেন হামজা চৌধুরী। এবার সেই পালে যুক্ত হলেন আরও এক তারকা ফুটবলার সামিত সোম। কানাডা থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছেছেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী এই ফুটবলারকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছে। এতে লেখা হয়, ঢাকায় স্বাগতম, সামিত সোম! নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, সামিত সোম পৌঁছেছেন ঢাকায়!



এদিকে আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। হামজারা নিজেদের ঝালিয়ে নিটে ম্যাচের আগে কিছু সময় পেলেও সামিতের হাতে থাকবে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ।

সামিত সোম সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগের ম্যাচে, ৪ জুন ভুটানের বিপক্ষে তিনি ভ্রমণ ক্লান্তির কারণে মাঠে নামতে পারেননি।

সামিতের আগমনে বাংলাদেশ দল আগামীকাল থেকেই পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করবে।

অন্যদিকে সফরকারী হংকং দল ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে। তারা আজ রাজধানীর উত্তরার পুলিশ মাঠে ঘণ্টা দেড়েক অনুশীলন করেছে এবং আগামীকাল ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে বলে জানা গেছে।

এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। স্টেডিয়ামের টিকিটের খোঁজে ইতোমধ্যে ভিড় শুরু হয়েছে। স্টেডিয়ামের বাইরে আজ দেখা গেছে হংকং থেকে আগত দুই তরুণ সমর্থক হো ও কিফকে। তারা জানিয়েছেন, হংকং ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রায় ১০০ জন সমর্থক ঢাকার ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন। তাদের অনেকেই আজ ও আগামীকাল ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

তবে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং দলের আগমন ও ম্যাচ প্রস্তুতি নিয়ে এখন পর্যন্ত বাফুফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা তথ্য প্রকাশ করা হয়নি।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল