
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া হ্যারল্ড টেরেন্স ছিলেন আমেরিকার বিমানবাহিনীর সদস্য। সম্প্রতি নাতির সঙ্গে প্রথমবার মাঠে গিয়ে সরাসরি মেসির খেলা দেখে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করেন ১০২ বছর বয়সী এই প্রবীণ।
পেশায় ছিলেন বিমানবাহিনীর সদস্য, অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও। তবে ১০২ বছরের এই জীবনে কখনো মাঠে খেলা দেখা হয়নি তার। ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠেনি এই প্রবীণের। অবশেষে নাতির হাত ধরে প্রথমবার মাঠে বসে কোনো ফুটবল ম্যাচ দেখলেন হ্যারল্ড টেরেন্স। গ্যালারিতে বসে দেখেছেন মেসির গোল, হয়েছেন উচ্ছ্বসিত।
কিছুদিন আগে নাতি টাইলার টেরেন্সের সঙ্গে মিয়ামির একটি ম্যাচ দেখেছেন এই সাবেক বিমানবাহিনীর সদস্য। মার্কিন টিভি চ্যানেল ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে খেলা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি আগে কখনও স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখিনি। জীবনে প্রথমবার খেলা দেখলাম। মেসি বা অন্য কোনো ফুটবলারকে সামনে থেকে দেখিনি কখনও। টেলিভিশনে অনেক খেলাই দেখেছি। নাতি আমাকে প্রথম মাঠে নিয়ে এল খেলা দেখাতে।
অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ফুটবল আমার ভালোই লেগেছে। বলতে পারেন, খেলাটা পছন্দ করতে শুরু করেছি। তবে রোমাঞ্চিত নই।” তিনি আরও বলেন, “জীবনের প্রতিটি দিন এখন আমার কাছে নতুন অভিজ্ঞতার মতো। খেলা দেখে মনে হলো, যেন নিজের যৌবনের বিশেষ বিশেষ মুহূর্ত দেখছি। নাতির জন্য আমি গর্বিত।
দাদুর স্বপ্ন পূরণ করে আনন্দিত অ্যাপল টিভির ধারাভাষ্যকার টাইলার টেরেন্স। তিনি বলেন, দাদুকে ফুটবল মাঠে পাওয়া আমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটি। দাদুর জন্যই আমার খেলাধুলার প্রতি ভালোবাসা। দাদুকে মাঠে পাওয়া আমার কাছে স্বপ্ন পূরণের মতো।
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/এনজি
