
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব মালিক তার স্ত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই খবরকে ‘মিথ্যা’ বলে অস্বীকার করেছেন শোয়েব। পরবর্তীতে সানার ইনস্টাগ্রামের স্টোরিও ভাইরাল হয়ে যায়।
শোয়েব মালিক বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়ে বলেন ‘আল্লাহর শুকরিয়া, আমাদের বিবাহিত জীবন খুবই ভালো এবং সুখেই চলছে সব। আমার ছেলে বর্তমানে দুবাইতে আছে, আর মা সিয়ালকোটে থাকেন। আমি আমার পেশাগত কারণে ব্যস্ত আছি, তবে এই ধরনের উড়ন্ত খবরের কোনো প্রকার সত্যতা নেই।’
শোয়েব মালিকের এই বক্তব্য মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভারতীয় মিডিয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এটি প্রচার করতে শুরু করে।
অন্যদিকে অভিনেত্রী সানা জাভেদ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফ্যাশন পেজের স্টোরি শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তিনি লিখেছেন, ‘আমিন ছুম্মা আমিন’।
উল্লেখ্য, সানা জাভেদ ও শোয়েব মালিক ২০২৪ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একই বছরের ২০ জানুয়ারি যৌথ পোস্টের মাধ্যমে তারা তাদের বিবাহের খবর প্রকাশ করে। একটি পোস্টে দুইজনই দুটি ছবি প্রচার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেন এবং কুরআনের একটি আয়াত উল্লেখ করেন।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/টিএ
