Connect with us
ক্রিকেট

সোহানের লড়াকু ইনিংস ও শরিফুলের ক্যামিওতে সিরিজ জয় বাংলাদেশের

Bangladesh clinch the series with Sohan’s fighting knock and Shariful’s cameo
পর দুই ম্যাচে দলকে জেতালেন নুরুল হাসান সোহান। ছবি- এএফপি

আরো একবার বাংলাদেশ দলের ত্রানকর্তা হয়ে উঠলেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে দলের বিপদের সময়ে দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ জেতান এক উইকেটরক্ষক ব্যাটার। এবার দ্বিতীয় ম্যাচেও সেই একই ভূমিকায় সোহান। বিপদে হাল না ছেড়ে লড়াই করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সেইসঙ্গে শরিফুল ইসলামে ছোট ক্যামিওতে ভর করে শ্বাসরুদ্ধকর এক জয়ে পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান ও শরিফুল। সোহান ২১ বলে ১ চার ও ৩ ছক্কার মারে ৩১ রান করে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে শরিফুলের চারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৬ বলে ১১ রানের ক্যামিও খেলেন তিনি।



এর বাইরে শামীম হোসেন ২২ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ৩৩ রান করেন। জাকের আলী ২৫ বলে ২ চার ও ২ ছক্কার মারে ৩২ রান করেন। এছাড়া সাইফ হাসান ১৪ বলে ১৮ এবং নাসুম আহমেদ ১১ বলে ১০ রান করেন। আফগানিস্তানের পক্ষে ৪টি উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া ২টি উইকেট নেন রশিদ খান।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের পক্ষে পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছিল রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২২ বলে ১ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান এই ব্যাটার। এছাড়া সেদিকুল্লাহ অতল ১৯ বলে ২৩, মোহাম্মদ নবী ১২ বলে ২০ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৭ বলে ১৯ রান করেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট নেন শরিফুল। নাসুম ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তবে রিশাদ আজ বেশ খরুচে ছিলেন। চার ওভারে ২ উইকেট নিলেও ৪৫ রান খরচ করেছেন এই লেগি।

আগামী রোববার (৫ অক্টোবর) সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট