
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শেষেই ম্যাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আসন্ন এই তিন ম্যাচের সিরিজের জন্য আজ (৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইফ হাসান। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।
সাইফের সঙ্গে দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ ২০২২ সালে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন এই ব্যাটার।
ওয়ানডে সিরিজ দিয়ে দুই মাসেরও বেশি সময় পর জাতীয় দলের খেলার ফিরছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। নেদারল্যান্ডস সিরিজ, এশিয়া ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি।
দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন এই ব্যাটার। এছাড়া এবারও স্কোয়াডে আছেন নাঈম শেখ। তবে ইনজুরির কারণে আগেই পুরো সফর থেকে ছিটকে গেছেন লিটন দাস। যে কারণে ওয়ানডে দলেও নেই এই অভিজ্ঞ তারকা।
আগামী ৫ অক্টোবর শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে আবুধাবিতে পাড়িতে জমাবে দুই দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ৮ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে সিরিজের সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/বিটি
