
ইতোমধ্যে শুরু হয়ে গেছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। যেখানে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এদিন পাকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপের এবারের আসরে শুভ সূচনা করতে চায় নিগার সুলতানা জ্যোতিরা।
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক কথা বলেছেন এই ম্যাচ প্রসঙ্গে। যেখানে তিনি জানিয়েছেন কালকের ম্যাচে দলের লক্ষ্যের কথা। পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করারর পাশাপাশি গোটা টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চান জ্যোতি।
এর আগে ২০২২ বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবারে টুর্নামেন্ট নিয়ে জ্যোতি বলেন, ‘তখন থেকে অনেক কিছুই বদলে গেছে। এখন একটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে একটা ভালো শুরু হোক। কারণ এটা আমাদের প্রথম ম্যাচ, আর এটা যদি ভালো হয়, তাহলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগোনো যাবে।’
পাকিস্তানের বিপক্ষে আগেও অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় দারুন একটি লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ারেও খেলেছি, দ্বিপাক্ষিক সিরিজেও খেলেছি। ওদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, আমাদের সম্পর্কেও ওদের আছে। তাই এটা একটা ভালো প্রতিযোগিতা হবে বলে মনে করি।’
নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল যতটা সম্ভব কম ভুল করে একটি ভালো ম্যাচ খেলার কথা বলেন জ্যোতি, ‘আমরা চাই আমাদের পরিকল্পনাগুলোকে সহজ রাখতে। কারণ প্রতিদিন ভিন্ন। আমরা কালকের দিনের ওপর মনোযোগ দিচ্ছি, কম ভুল করতে চাই এবং একটা ভালো ম্যাচ খেলতে চাই। দুই দলই চায় জয় দিয়ে শুরু করতে, আমরাও তাই চাই।’
» একনজরে নারী বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি
উল্লেখ্য, এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। প্রথম রাউন্ডের খেলা শেষে সেরা চারটি দল যাবে টুর্নামেন্টের সেমিফাইনালে। আগামীকাল বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশের খেলা।
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/এফএএস
