
২০২৫ এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে শুধু জয় পেলেই চলবে না, মেলাতে হবে বিভিন্ন সমীকরণ, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার অন্যান্য ম্যাচগুলোর দিকেও।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফেবারিট হিসেবেই খেলতে নামবে আফগানিস্তান। কেননা পরিসংখ্যান কথা বলছে তাদের পক্ষেই। তাছাড়া এবারের এশিয়া কাপের পারফরম্যান্সেও লিটনদের চেয়ে এগিয়ে রশিদরা।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই ম্যাচে সমীকরণ মিলিয়ে আফগানদের হারালেই সেমিফাইনাল খেলতে পারতো টাইগাররা। তবে সমীকরণ মিলাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত ম্যাচটাও হেরে যায় তারা। তাতে সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান, আর বিদায় নিতে হয় লিটনদের।
টি-টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতিটাও সুখকর নয়। ২০২২ সালে আরব আমিরাতের শারজায় ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছিল টাইগাররা।
আইসিসি ইভেন্ট কিংবা এশিয়া কাপের বাইরেও পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। বাকি চার ম্যাচে জিতেছে বাংলাদেশ।
অতীত পরিসংখ্যান বাদ দিয়ে যদি চলতি এশিয়া কাপের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়, তবে সেখানেও দেখা যায় এগিয়ে আছে আফগানিস্তান। ২০২৫ এশিয়া কাপে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছে আফগানরা, সেটি ছিল হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচে ৯৪ রানের বিশাল জয় তুলে নিয়েছিল রশিদ খানের দল। তাতে পয়েন্ট টেবিলে +৪.৭০০ নেট রান রেট পেয়েছে তারা।
একই প্রতিপক্ষের সঙ্গে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে জয়ের লক্ষ্যে পৌঁছাতে বেশি বল খেলার কারণে বাংলাদেশের নেট রান রেট ছিল কেবল +১.০০১। এরপরেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে যায় টাইগারা। তাতে নেট রান রেট কমে দাঁড়ায় -০.৬৫০।
সবকিছু মিলিয়ে পরিসংখ্যান কথা বলছে আফগানিস্তানের পক্ষেই। তবে ম্যাচের দিন যারা মাঠে ভালো পারফরম্যান্স করবে তাদের পক্ষেই আসবে ফলাফল। তাই অতীতকে পেছনে ফেলে আগামীকাল মাঠে ভালো করতে পারলেই ফলাফল আসতে পারে বাংলাদেশের পক্ষে।
আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৫সেপ্টেম্বর২৫/বিটি
