
ক্লাব বিশ্বকাপের পথটা খুব একটা জটিল ছিল না চেলসির জন্য। অনেকটা স্বস্তিতেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে এসেছিল তারা। এবার সেখানে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করল ইংলিশ ক্লাব চেলসি।
আজ শনিবার সকালে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চেলসি ও পালমেইরাস। যেখানে ব্রাজিলিয়ান ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে সেমির টিকিট কাটল চেলসি। এদিন দলটির হয়ে গোল করেন কোল পালমার। অপর গোল আসে আত্মঘাতী হিসেবে।
গোটা ম্যাচে এদিন পালমেইরাসের বিপক্ষে দাপট ধরে রেখে খেলেছিল চেলসি। তবে গোল না পাওয়ায় নিজেরাও ছিল ভীষণ চাপে। খেলার ৮২ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল সমতায়। তবে এরপর আত্মঘাতিক গোল হজম করে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। আর এতেই স্বস্তি ফেরে চেলসি শিবিরে।
আরও পড়ুন:
» হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে ব্রাজিলের ক্লাব
» বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল ম্যাচসহ আজকের খেলা (৫ জুলাই ২৫)
এর আগে পালমারের কোলে ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় চেলসি যদিও দ্বিতীয় আর্থের খেলায় ব্রাজিলিয়ান তরুণ তুর্কি এস্তেভাও এর গোলে সমতা ফেরায় পালমেইরাস। বক্সের ডান প্রান্ত থেকে সরু ফাঁকা দিয়ে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন তিনি। এরপর ৮৩ মিনিটে আত্মঘাতী গোল হজম করে পালমেইরাস।
চলতি টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল চেলসি। এর আগে গেল রাতে সেমিতে উঠেছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। শেষ চারের পর্বে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে এই দুই দল।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৫/এফএএস
