Connect with us
ক্রিকেট

৭ গোলের ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টারে আল-হিলাল

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে আজ অসাধারণ এক ম্যাচ উপভোগ করেছে ফুটবল বিশ্ব। যেখানে সমানে সমানে টক্কর দিয়ে লড়েছে দুই ভিন্ন মহাদেশের অন্যতম সেরা দুই ক্লাব। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে জয়ের হাসি হেসেছে সৌদি ক্লাব আল-হিলাল।

এদিন ম্যাচের পুরোটা সময় ফলাফল যেন দুলেছে পেন্ডুলামের মত। অতিরিক্ত সময়ের ম্যাচেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোন দলের জয় নিশ্চিতভাবে বলার উপায় ছিল না। একাধিকবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে উভয় দল। ম্যাচের নির্ধারিত সময় তারা শেষ করেছিল ২-২ গোল ব্যবধানে।

এদিন হিলালের হয়ে চমক দেখিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কোস লিওনার্দো। প্রথমবারের মতো দলকে সমতায় এনেছিল তার অসাধারণ গোল। এরপর অতিরিক্ত সময় দিতে আর্ধের খেলায় আরো এক গোলে হিলালের জয় নিশ্চিত করেন তিনি। এছাড়াও সৌদি ক্লাবের হয়ে বাকি দুই গোল করেছেন ম্যালকম ও কালিদোউ কৌলিবালি।


আরও পড়ুন:

» মিলানকে হারিয়ে কোয়ার্টারে আরেক ব্রাজিলিয়ান ক্লাব

» ক্লাব বিশ্বকাপে রিয়ালের নকআউট ম্যাচসহ আজকের খেলা (১ জুলাই ২৫)


এদিন প্রাণপণে লড়াই করেছে পেপ গার্দিওলার দল ম্যানসিটি। তবে সৌদি ক্লাবকে শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি তারা। যদিও ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় হিলাল। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ঘুরে দাঁড়ায় দলটি। পাল্টা আক্রমণ থেকে লিওনার্দোর একক প্রচেষ্টায় সমতা ফেরায় সৌদি ক্লাব।

এর ছয় মিনিট বাদেই লিড নিয়ে নেয় আল-হিলাল। যদিও কিছুক্ষণের মধ্যেই আর্লিং হল্যান্ডের গোলে সমতা ফেরায় ম্যানসিটি। এদিন অসাধারণ কিছু আক্রমণ রুখে দেন উভয় দলের গোলরক্ষক। বিশেষ করে নজর কেড়েছেন হিলালের বোনো। আর ম্যাচের ৮৩ মিনিটে দলটির এক ডিফেন্ডার দুর্দান্ত গোল লাইন ক্লিয়ারেন্স না দিলে ম্যাচের ফলাফল যেতে পারতো সিটির পক্ষে।

এরপর অতিরিক্ত সময়ের খেলায় ম্যাচের ৯৪ মিনিটে ফের এগিয়ে যায় হিলাল। তবে সেখানে প্রথমার্ধের শেষ মিনিটে আবার সমতায় ফেরে সিটিজেনরা। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লিওনার্দোর গোলে পুনরায় আল-হিলাল এগিয়ে গেলে আর ফেরার সুযোগ পায়নি গার্দিওলার দল। ক্লাব বিশ্বকাপে এর আগে রিয়াল মাদ্রিদকেও রুখে দিয়েছিল হিলাল।

ক্রিফোস্পোর্টস/১ জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট