
ক্রিকেটের দিকে কমেছে ঝোঁক, ভক্তদের প্রত্যাশা এখন ফুটবল ঘিরে। তাই তো আগামী এশিয়ান কাপে বাংলাদেশের অংশ নেয়ার সমীকরণ মেলানোর সূত্র জানারও আগ্রহ বাড়ছে ক্রমশ। একটুর জন্য সিঙ্গাপুরের বিপক্ষে জয় ফসকে গেছে। তবে এখনো আছে সুযোগ।
মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রায় ১৮ হাজার সমর্থকের সামনে বাংলাদেশ হেরেছে ২-১ স্কোরলাইনে। তবে এই হারেও ছিল প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা।
এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাটিতে ড্র করে একটি পয়েন্ট নিয়ে এসেছিলেন হামজারা।
আর গতকাল হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।
আরও পড়ুন:
»হামজাদের খেলা নিয়ে যে বার্তা দিল বাংলাদেশ সেনাবাহিনী
» সিঙ্গাপুরের ঘরে ফিরতি লেগের ম্যাচে কবে খেলবে বাংলাদেশ?
বাংলাদেশের এখনও বাকি আছে ৪ ম্যাচ। যার দুটি ঢাকায়, একটি সিঙ্গাপুরে, আরেকটি হংকংয়ে। হামজাদের পরের মিশন হংকং। এই গ্রুপের অনু সব দলেরও চারটি করে ম্যাচ বাকি রয়েছে গ্রুপপর্বে।
মূলপর্বে জায়গা পেতে হলে মেলাতে হবে কিছু সমীকরণ। তবে সেটা একেবারেও সহজ হবে না বলেই মনে হচ্ছে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য সামনের দিনগুলোতে বেশ বড় একটা পরীক্ষায় দিতে হচ্ছে।
২০২৭ এএফসি বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা দলই চূড়ান্ত পর্বে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
অন্যদিকে বাংলাদেশ একটি হার ও একটি ড্র করায় মাত্র এক পয়েন্ট পেয়েছে। এই পর্যায় থেকে সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান।
বাকি থাকা ৪ ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে, সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে। সেই উইন্ডতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।
তবে আপাতদৃষ্টিতে বাংলাদেশের সব ম্যাচেই জয় দরকার নিজেদের অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে। সেক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়াবে বাংলাদেশের বিপক্ষে। তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে ১৩ তে। এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুই দলই ১৩ পয়েন্ট করে অর্জন করলে হিসেব হবে টাইব্রেকারের ভিত্তিতে।
টাইব্রেকারের নিয়ম অনুযায়ী, হেড-টু-হেডে পয়েন্ট দেখা হবে। সেখানেও সমতা (১টি করে জয়) থাকলে গোল ব্যবধান দেখা হবে। তাতেও যদি সমতা থাকে, তবে যারা বেশি গোল করেছে তারাই এগিয়ে থাকবে।
এই সমীকরণ মেলাতে গিয়ে হারাতে হবে সিঙ্গাপুরকে, ভারতকে ও হংকংকে। কিছুদিন আগেও, এসব মেলাতে গেলে, লোকে পাগল বলতো। কিন্তু বদলে যাওয়া ফুটবলে এখন এমন স্বপ্ন দেখে দেশের কোটি মানুষ।
ক্রিফোস্পোর্টস/১১জুন২৫/এজে/এনজি
