Connect with us
ফুটবল

আনচেলত্তিকে আনার পর এবার পদচ্যুত হলেন ব্রাজিল ফুটবল প্রধান

CBF president Edlando Rodrigues
সিবিএফের দায়িত্ব হারানো সভাপতি এডলানডো রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

তিন দিন আগেই আনচেলত্তিকে ব্রাজিল ফুটবলের কোচ হিসেবে দলে নিয়ে এসেছিলেন ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ। তবে এবার তাকেই সভাপতির দায়িত্ব থেকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে ফেডারেশনের সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচনের আদেশ দিয়েছেন আদালত। যদিও রদ্রিগেজ তার পদ ফিরে পেতে আপিল করেছেন দেশটির সুপ্রিম কোর্টে।

মূলত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এডনালদোকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন সহ-সভাপতি ফার্নান্দো সার্নে। বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো’স সেই আবেদনের প্রেক্ষিতে পদচ্যুত করেন এডনালদোকে।

আরও পড়ুন:

» লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা, ট্রফি পেতে করতে হবে অপেক্ষা

» বাংলাদেশ ইমার্জিং ও ‘এ’ দলের ম্যাচসহ আজকের খেলা (১৬ মে ২৫)

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও জাতীয় দলের দায়িত্বে আনচেলত্তিকে আনার তোড়জোড় চালাচ্ছিলেন এডনালদো রদ্রিগেজ। সেসময়ও ফেডারেশন সভাপতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন আদালত। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করলে সেসময় পদ ফিরে পেয়েছিলেন এডনালদো।

সিবিএফের অন্তর্বর্তীকালীন সভাপতি সার্নে জানান, ‘সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে)। আমার লক্ষ্য যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না।’

গত মার্চে এডনালদো রদ্রিগেজ ব্রাজিল ফুটবলের প্রধান পদে পুনঃনির্বাচিত হয়েছিলেন ২০৩০ সাল পর্যন্ত। নতুন করে সভাপতি পদে দায়িত্ব নেয়া সার্নে সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল রাখবেন জানিয়েছেন। এছাড়া আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তির বিষয়েও কোন প্রভাব না ফেলার কথা বলেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল