Connect with us
ক্রিকেট

সাকিব-মুস্তাফিজ অনুমতি পেলেন, রিশাদ-নাহিদদের কি হবে?

PSL_IPL
১৭ মে একইদিনে শুরু হচ্ছে আইপিএল-পিএসএল। ছবি- সংগৃহীত

আইপিএল ও পিএসএলের শেষ সময়ে এসে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মুস্তাফিজকে দলে নিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে সাকিবকে দলে ভিড়িয়েছে পিএসএল ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

সাকিবকে পিএসএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মুস্তাফিজ বাংলাদেশের আরব আমিরাত সিরিজের দলে থাকায় তার অনুমতি নিয়ে শঙ্কা ছিল। তবে শর্তসাপেক্ষ অনুমতি পেয়েছেন কাটার মাস্টার।

আরব আমিরাত সিরিজ শেষ হবে ১৯ মে। এই সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারবেন মুস্তাফিজ। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। সেক্ষেত্রে দিল্লির হয়ে লিগ পর্বে শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ।


আরও পড়ুন:

» ভুটানের লিগে এক ম্যাচেই ২৫ গোল করলেন ৪ বাংলাদেশি

» সাকিবকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্সের বার্তা


মুস্তাফিজ যদি আইপিএল খেলতে যান তাহলে ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে এবং ২৪ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পাবেন। এরপর পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। দিল্লি প্লে অফে গেলে মুস্তাফিজ সেখানে খেলার ছাড়পত্র পাবেন কিনা তা অনিশ্চিত নয়। কারণ পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। যেখানে খেলার কথা রয়েছে ফিজের। অন্যদিকে আইপিএলের প্লে অফের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ মে এবং ১ জুন। তাই পাকিস্তান সফরে গেলে লিগ পর্ব শেষেই জাতীয় দলে যোগ দিতে হবে কাটার মাস্টারকে।

এদিকে পিএসএলের এবারের আসরে পুরো সময়ের জন্য খেলার অনুমতি পেয়েছিলেন রিশাদ হোসেন। তাই শুরু থেকেই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ছিলেন এই লেগস্পিনার। অন্যদিকে নাহিদ রানা জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট খেলার কারণে কিছুটা দেরিতে পিএসএলে যোগ দেন। তবে পাক-ভারত যুদ্ধের কারণে পিএসএল স্থগিত হওয়ায় অভিষেকের আগেই দেশে ফিরতে হয়েছে তাকে।

আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল এবং পিএসএল। তবে সাকিব-মুস্তাফিজরা বোর্ড থেকে অনুমতি পেলেও আরব আমিরাত সিরিজের জন্য নাহিদ-রিশাদরা অনুমতি পাচ্ছেন না। তবে শর্তসাপেক্ষ অনুমতি পেতে পারেন তারা। অর্থাৎ আরব আমিরাত সিরিজ শেষে তারা চাইলে পিএসএলে যোগ দিতে পারবেন।

এ বিষয়ে দেশের একটি সংবাদ মাধ্যমকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমান জানিয়েছেন, আগামী ১৯ মে’র আগে রিশাদ ও নাহিদ এমনিতেও ছুটি পাবে না। এর এরপরে যদি কোনো দল তাদের কাউকে পেতে চায়, সেক্ষেত্রে তারা অনুমতি পেতে পারে।

ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট