Connect with us
ফুটবল

আবারও গোল পেলেন মেসি, তবুও লজ্জার রেকর্ড!

Leo Messi Miami
ইন্টার মায়ামির হয়ে সবচেয়ে বড় পরাজয় দেখলেন মেসি। ছবি- গোল ডটকম

এই মেসি কী সেই মেসি? বিশাল বিশাল জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়া মেসি যেন এখন ক্লান্ত এক সৈনিক। গোল পেয়েছেন টানা চারটি ম্যাচ পর। তবুও মাঠ ছেড়েছেন লজ্জার এক হার নিয়ে। মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হলো ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে মেসির সবচেয়ে বড়ো পরাজয় এটিই।

প্রথমার্ধে দুই গোল হজম। বিরতির পর আরও দুটি। এর মাঝে চমৎকার ফিনিশিংয়ে একটি গোল করলেন লিওনেল মেসি। তাতে লাভ তেমন হলো না। মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হলো ইন্টার মায়ামি।

রবিবারের ম্যাচে বল দখলে মায়ামি একচেটিয়া আধিপত্য করে। ৭৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। তিনটিই ছিল মেসির। তার দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।


আরও পড়ুন:

» অবশেষে শিরোপার ছোঁয়া পেলেন হ্যারি কেইন, গড়লেন ইতিহাস

» পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিল বিসিবি


মিনেসোটার ৮ শটের পাঁচটি লক্ষ্যে ছিলো। ২-০’তে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে একটি শোধ দেন মেসি। জর্দি আলবার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

মায়ামির হয়ে টানা চার ম্যাচে গোলহীন থাকার পর দ্বিতীয় ম্যাচেও জালের দেখা পেলেন ৩৭ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। ম্যাচের ৬৮ থেকে ৭০ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে বড়ো হারে মাঠ ছাড়ে মায়ামি।

মায়ামিতে প্রায় দুই বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে এটি তার অষ্টম হার। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে আছে মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল