
গত তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বার্ষিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (৫ মে) প্রকাশিত এই হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
টাইগাররা নিজেদের পছন্দের ফরম্যাটে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে। এতে করে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৬, যা আগে ছিল ৮০।
বাংলাদেশের রেটিং পয়েন্ট কমলেও বেড়েছে পূর্বে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের। ৫ রেটিং পয়েন্ট অর্জন করেছে ক্যারিবিয়ানরা। আর এই সুযোগে বাংলাদেশকে টপকে একধাপ উপরে উঠেছে গেছে দলটি। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ৮৩।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট বেড়েছে ২। এতে করে শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যান ইন ব্লুসরা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১২৪।
আরও পড়ুন:
» বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারলো না নিউজিল্যান্ড ‘এ’ দল
» পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ, বাংলাদেশ খেলবে তো?
অন্যদিকে দুইয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ দল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে কিউইরা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯। একধাপ পিছিয়ে তিনে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্টও কিউইদের সমান ১০৯।
র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ রেটিং পয়েন্ট পেয়েছে দলটি। এতে করে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছে দলটি। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৪। শ্রীলঙ্কার উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে এবং ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ছয়ে অবস্থান করছে।
এছাড়া উন্নতি করেছে আফগানিস্তান। গত কয়েক বছর ধরে ওয়ানডেতে ধারাবাহিক পারফর্ম করা দলটি একধাপ এগিয়ে সাতে উঠে এসেছে। টপকে গেছে ইংলিশদের। বর্তমানে আফগানদের রেটিং পয়েন্ট ৯১। অন্যদিকে আটে নেমে যাওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৪।
ওয়ানডের পাশাপাশি টেস্ট ও টি-টোয়েন্টি হালনাগাদ র্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। তবে সেখানে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতো নবম স্থানেই আছে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/বিটি
