Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

‘নতুন মেসি’ উপাধি পেলেন এচেভেরি, কে এই কিশোর?

নতুন মেসি উপাধি পেলেন এচেভেরি

ভক্তদের কাছে এক আবেগের নাম লিওনেল মেসি। চোখ বন্ধ করে মেসি নামটা নিলেই যেন চোখের সামনে ভেসে ওঠে ছোটখাট গড়নের এক যাদুকরী বালক বল নিয়ে দেখাচ্ছেন কত কারিশমা। প্রতিপক্ষকে ঘায়েল করছেন নিজের পায়ের জাদুতে। তবে সেই মেসি এখন নিজের ক্যারিয়ারের শেষ বেলায়। প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে কে নেবেন তার এই জায়গাটা? এমন সময় ‘নতুন মেসি’ রূপে আবির্ভূত হলেন এচেভেরি।

সময়ের পরিক্রমায় এমন কতজনকে দেয়া হয়েছিল পরবর্তী মেসির তকমা। তবে শেষ পর্যন্ত তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। তবে এবার ভক্তরা মনে করছেন ব্যতিক্রম হবে ক্লদিও এভেচিরে। তারই প্রমাণস্বরূপ গতকাল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের জালে একাই বল জড়ান তিন তিনবার।

মেসির সাথে বেশ মিল রয়েছে এই তরুণ ফুটবলারের। মেসির মতই খেলেন ডিপ লাইয়িং ফরোয়ার্ড বা প্লে-মেকার রোলে। আকস্মিক রান মেইক করে ঢুকে যেতে পারেন বক্সের ভেতর। আর সেখানে বল পায়ে করতে পারেন নানা কারিকুরিও। উচ্চতায়ও তিনি প্রায় মেসির সমান। সেই চিরচেনা ১০ নম্বর জার্সি পরেই মাঠে দৌড়ান তিনি।



আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে দশ বছর বয়সে ২০১৬ সালে যোগ দেন এই খুদে ফুটবলার। ২০২২ সালে পনেরো বছর বয়সে রিভারপ্লেটের রিজার্ভ দলের হয়ে অভিষেক ঘটে তার। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই গোল করেন এচেভেরি। এতে করে সে বছরই মূল দলে জায়গা করে নেন তিনি।

রিভার প্লেটের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ৪ ম্যাচ। নবীন এই খেলোয়ারকে এখনই সব ম্যাচে মাঠে নামাচ্ছে না তার দল। তিনি এখনো তরুণ, তার শেখার বাকি রয়েছে আরো অনেক। তাই অধিক প্রত্যাশার চাপে যেন হারিয়ে না বসেন নিজেকে সেদিকে লক্ষ্য রাখছে রিভার প্লেট।

এর আগে এচেভেরি প্রথমবারের মতো সকলের নজরে এসেছিলেন ইতালিতে অনুষ্ঠিত এক বয়সভিত্তিক টুর্নামেন্টের সুবাদে। সেই টুর্নামেন্টে ৬ ম্যাচে করেছিলেন ৯ গোল। তবে সেবার তার দল আসর শেষ করে তৃতীয় অবস্থানে থেকে। যাতে তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারেননি।

তবে যতটুকুই সুযোগ পাচ্ছেন তিনি নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। মেসির যোগ্য উত্তরসূরী হয়ে ওঠার জন্য প্রস্তুত করছেন নিজেকে। সেই লক্ষ্যে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তাই ২৮ নভেম্বর জার্মানির বিপক্ষে পরবর্তী ম্যাচে ভক্তদের নজর থাকবে এচেভেরির ওপরেই।

আরও পড়ুন: ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি