Connect with us
ফুটবল

সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ চেয়ে ৭ দিনের আল্টিমেটাম

7-day ultimatum for Salahuddin and Kiron's resignation
কাজী সালাউদ্দিন-মাহফুজা আক্তার কিরণ। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পরিবর্তনের হাওয়া চলছে। যার মধ্যে রয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে পদত্যাগে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও পদত্যাগ করছেন।

দেশের ক্রিকেটে দ্রুত গতিতে পরিবর্তনের আভাস মিললেও ফুটবলের ক্ষেত্রে সেটা হচ্ছে না। দেশের ক্রীড়া সংস্থা গুলোতে যাদের প্রশ্নবিদ্ধ, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। অনেকদিন ধরেই দেশের ফুটবল অঙ্গনে তাকে নিয়ে বিতর্ক চলছে। তার অধীনে তেমন উন্নতির মুখ দেখেনি বাংলাদেশ ফুটবল, বিপরীতে আরো অবনতি হয়েছে। তাই তার পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে।

তবে এসব পরোয়া না করে সভাপতির পদেই বহাল আছেন সালাউদ্দিন। এমনকি পরবর্তী বাফুফে নির্বাচনেও প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন এই সাবেক ফুটবলার। তবে তার পদত্যাগে দাবি দিন দিন অনেক জোড়ালো হচ্ছে। কয়েকদিন আগে তার পদত্যাগের দাবিতে ১ দিনের আল্টিমেটাম দিয়েছিলো দেশে সবচেয়ে বড় ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। তবে সেটা তোয়াক্কা করেননি সালাউদ্দিন। তবে এবার তিনি সহ বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণেরও পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম।

আরও পড়ুন:

» আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়লেন মেসি

» শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আবেগপ্রবণ হয়ে যা বললেন হাথুরুসিংহে 

সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালাহউদ্দিন ও কিরণের পদত্যাগ দাবি জানিয়ে তাদেরকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম দোসর মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর পক্ষ হতে ১ দফা দাবি জানাচ্ছি।’

এছাড়া ৭ দিনের মধ্যে সালাউদ্দিন ও কিরণ পদত্যাগ না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছ বিজ্ঞপ্তিতে।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল