Connect with us
ফুটবল

আর্জেন্টিনার ফাইনাল পরিচালনায় থাকবে ব্রাজিলের ৫ রেফারি

Schedule for Argentina's two friendlies ahead of the Copa America
আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকার ৪৮ তম আসর। এরই মাঝে শেষ পর্যায়ে চলে এসেছে টুর্নামেন্ট। আগামী সোমবার (১৫ জুলাই) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইতি টানবে এবারের কোপা আসর। যেখানে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিন নিজেদের রেকর্ড ১৬ তম শিরোপার জন্যে আর্জেন্টিনা ও দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে কলম্বিয়া।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে দারুন একটি ফাইনাল ম্যাচের অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা। যেখানে মুখোমুখি হবে চলতি আসরের সবথেকে সফল এবং এখন পর্যন্ত অপরাজিত থাকা দল আর্জেন্টিনা ও কলম্বিয়া। এদিকে কেবল কোপা আমেরিকায় নয় বরং সর্বশেষ ২৮ আন্তর্জাতিক ম্যাচে অপরাজেয় কলম্বিয়া দল। তাদের জয়ের বৃত্ত ভাঙতে চাইবে আর্জেন্টিনা।

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য নিয়োজিত রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা। কনমেবলের প্রকাশিত সেই তালিকা অনুযায়ী ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এছাড়া ক্লাউসের সহকারী হিসেবে মাঠে দায়িত্বে থাকবেন তারই স্বদেশী রেফারি ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া।

এদিকে চতুর্থ ও পঞ্চম রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। তবে ফাইনাল পরিচালনায় অন্যান্য ম্যাচ অফিশিয়ালদের মধ্যেও রয়েছে ব্রাজিলিয়ানদের আধিপত্য। যেখানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন দুই ব্রাজিলিয়ান রডোলফো টস্কি এবং দানিলো মানিস।

ফাইনাল ম্যাচের প্রধান রেফারি রাফায়েল ক্লাউস ২০১৫ সাল থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। চলমান কোপা আমেরিকার বেশকিছু ম্যাচও পরিচালনা করেছেন তিনি। এছাড়া বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, বয়সভিত্তিক বিশ্বকাপসহ প্রায় সব বৈশ্বিক টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলে নতুন এক রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম কোনো দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে টানা তিন আন্তর্জাতিক ট্রফি জেতার রেকর্ড গড়বে তারা। অর্থাৎ দুই মহাদেশীয় ট্রফি এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিন আমেরিকার কোন দল। একমাত্র হিসেবে এই কীর্তি গড়েছে ইউরোপিয়ান দেশ স্পেন। 

আরও পড়ুন: চলতি শতকের অপ্রতিরোধ্য দল আর্জেন্টিনা, ১০ বছরে ৬ ফাইনাল

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল