Connect with us
ক্রিকেট

২৯ বছর পর লঙ্কানদের ঘরের মাঠে ধবলধোলাই করল পাকিস্তান

পাকিস্তানের টেস্ট সিরিজ জয়
বাবর আজমের নেতৃত্বে লঙ্কানদের ঘরে মাঠে ধবলধোলাই করল পাকিস্তান। ছবি- গুগল

কলম্বোর মাটিতে ১৯৯৪ সালে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল সেলিম মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান। এরপর দীর্ঘ ২৯ বছরের অপেক্ষা। এ সময়ে ৮ বার লঙ্কানদের ঘরে গেছে পাকিস্তান, এর মধ্যে তিনটি সিরিজে জয় থাকলেও হোয়াইটওয়াশ করতে পারেনি। তবে নবম বারের দেখায় ২৯ বছর পর বাবর আজমের নেতৃত্বে লঙ্কানদের ঘরে মাঠে ধবলধোলাই করল পাকিস্তান।

এবার কলম্বোয় ২য় টেস্ট ম্যাচে এক ইনিংস এবং ২২২ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান।

এছাড়া শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে কোন দেশের রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যাবধানের জয় এটি। এতদিন যা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ছিলো।

ম্যাচের প্রথম ইনিংসে আবদুল্লাহ শফিকের চোখ ধাধানো ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে নোমান আলির সাত উইকেটের সুবাদে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল।

কলম্বোতে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভারও টিকতে পারেনি শ্রীলঙ্কা। ৪৮.৪ ওভারেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় দলটি। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন নাসিম শাহ ও চারটি উইকেট পান আব্রার আহমেদ। শাহেনশাহ আফ্রিদি নেন একটি উইকেট।

তারপর ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি (২০১ রান), সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত আঘা সালমানের অপরাজিত ১৩২ রান এবং উইকেটরকিপার রিজওয়ান,শান মাসুদ ও শাকিলের হাফ সেঞ্চুরির উপর ভর করে পাকিস্তানের রান দাঁড়ায় ৫ উইকেটে ৫৭৬।

প্রথম ইনিংসে বড় রানের লিডের চাপ সামলে খেলতে গিয়ে পুরো এক দিনও ব্যাট করতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা, উল্টো অলআউট হয়ে যায় ৬৭.৪ ওভারে মাত্র ১৮৮ রানে। সর্বোচ্চ অপরাজিত ৬৩ রান করেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

এর আগে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে সাউদ শাকিলের ডাবল সেঞ্চুরির শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছিলো টিম পাকিস্তান। দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি হাকানো আবদুল্লাহ শফিক ও সিরিজ সেরা হয়েছেন আঘা সালমান।

আরও পড়ুন: বিদেশি লিগে আশরাফুল ঝড়, ৪০ বলে করলেন ১১৮ রান

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৩/এমএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট