চলতি মাসে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসর। যুবাদের এই টুর্নামেন্টেকে সামনে রেখে আজ শুক্রবার (৮ নভেম্বর) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে।
এশিয়া কাপের এবারের আসরেও দুই গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।
যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৩ সালে আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছেন সাকিব-তামিমদের উত্তরসূরিরা।
আরও পড়ুন:
» ২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখছেন আগুয়েরো
» চ্যাম্পিয়ন ট্রফির সূচি ঘোষণা আগামী সপ্তাহে, ঝুলছে ভারত-পাকিস্তান সম্পর্ক
আগামী ২৯ নভেম্বর দুবাইয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ের পাশাপাশি শারজায় বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ ডিসেম্বর দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
একনজরে ম্যাচের সময়সূচি :
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৯ নভেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | দুবাই |
২৯ নভেম্বর | শ্রীলঙ্কা বনাম নেপাল | শারজা |
৩০ নভেম্বর | ভারত বনাম পাকিস্তান | দুবাই |
৩০ নভেম্বর | আরব আমিরাত বনাম জাপান | শারজা |
১ ডিসেম্বর | বাংলাদেশ বনাম নেপাল | দুবাই |
১ ডিসেম্বর | শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান | শারজা |
২ ডিসেম্বর | পাকিস্তান বনাম আরব আমিরাত | দুবাই |
২ ডিসেম্বর | ভারত বনাম জাপান | শারজা |
৩ ডিসেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | দুবাই |
৩ ডিসেম্বর | আফগানিস্তান বনাম নেপাল | শারজা |
৪ ডিসেম্বর | পাকিস্তান বনাম জাপান | দুবাই |
৪ ডিসেম্বর | ভারত বনাম আরব আমিরাত | শারজা |
সেমিফাইনাল ও ফাইনাল
৬ ডিসেম্বর | সেমিফাইনাল ১ | দুবাই |
৬ ডিসেম্বর | সেমিফাইনাল ২ | শারজা |
৮ ডিসেম্বর | ফাইনাল | দুবাই |
যুবাদের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৪/বিটি