Connect with us

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ: লেবাননকে প্রায় রুখেই দিয়েছিল বাংলাদেশ

লেবানন বনাম বাংলাদেশ। ছবি- গুগল

শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি লেবানন। শক্তিমত্তায় বাংলাদেশ থেকে বেশ এগিয়ে থাকা লেবাননকে প্রায় রুখেই দিয়েছিল জামালরা। তবে শেষ মুহূর্তে লাল-সবুজের প্রতিরোধের দেয়াল ভেঙে ২-০ গোলে ম্যাচ হেরে যায় হাভিয়ের কাবরেরার দল।

বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে দুদল।

ম্যাচে শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলে বাংলাদেশ। প্রথমার্ধ গোল শূন্য থেকে বিরতিতে যায় দল। যদিও লেবানন দুটি অন শট নিয়েছিল তবে বাংলাদেশের গোল পোস্টের নিচে আনিসুর রহমান দেয়াল হয়ে প্রতিরোধ করেন।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে মরিয়া লেবানন ম্যাচের ৭৯ মিনিটে প্রথম সফলতা পায়। লেবানিজ মিড ফিল্ডার হাসান মাতুক ভেঙে দেন বাংলাদেশের প্রতিরোধ। এরপর ডিফেন্সিভ বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, উল্টো ম্যাচের অতিরিক্ত ৬ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে। ৯৬ মিনিটে গোলটি করেন খলিল বাদের। ২-০ গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লেবানন।

এদিকে ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামে দুদল। পুরো সময় জুড়ে ৭০ ভাগ সময় মাঠে আধিপত্য ছিল লেবাননের। এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯ তম অবস্থানে থাকা আরবের শক্তিশালী এ দেশটি ম্যাচে ১৫টি শট নেয় এর মধ্যে ৫টিই অনটার্গেট, অন্যদিকে বাংলাদেশ নেয় ৬টি শট, তার মধ্যে দুটি অন টার্গেটে। যদিও এতে সফলতা পায়নি জামালরা। তবে লেবানন দুটি গোল আদায় করে নেয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২ তম অবস্থানে থাকা বাংলাদেশ এদিন লড়াই করেই হেরেছে।

প্রসঙ্গত, আট দেশের অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ আসর শুরু হয়েছে বুধবার। বি গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভূটান।

আরও পড়ুন: হ্যাটট্রিক জয়ে ফুটসাল টুর্নামেন্টের সেমিতে আর্জেন্টিনার যুবারা

ক্রিফোস্পোর্টস/২২জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল