Connect with us

ক্রিকেট

লিটনের বদলি কলকাতায় কে এই জনসন চার্লস

লিটনের বদলি কলকাতায় কে এই জনসন চার্লস
লিটন দাস ও জনসন চার্লস (ছবি- বিসিসিআই)

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে।দলে যোগ দিতে আইপিএল ছেড়েছেন টাইগার ওপেনার লিটন দাস। যদিও আইপিএল অভিষেক মোটেও সুখকর ছিলনা লিটনের জন্য। প্রথম ম্যাচে পারফর্মেন্স ভালো না হওয়ায় ফেরার আগ পর্যন্ত সাইড বেঞ্চেই কেটেছে লিটনের সময়।

অনেকটা সুপ্ত অভিমান নিয়েই নির্ধারিত সময়ের আগেই পারিবারিক কারণ দেখিয়ে ফিরে এসেছেন লিটন। এবার তার চলে আসার পর তার বদলি ক্রিকেটার নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের বাকি অংশ খেলতে ৫০ লাখ রুপিতে ক্যারিবীয় তারকা জনসন চার্লসকে দলে নিয়েছে নাইটরা।

জনসন চার্লস: ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য ছিলেন চার্লস। তার ক্যারিয়ারে ২১৯ টি-টোয়েন্টি ম্যাচে গড় ২৫.৪৭ ও স্ট্রাইক রেট ১২৫.৭২।

৩৪ বছর বয়সের ক্যারিবীয় এই ক্রিকেটার ছয় বছর দলের বাইরে ছিলেন। গত বছরের অক্টোবরে দলে ফিরে খেলেছেন সাতটি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাকিয়েছেন।

আইপিএলে লিটনের মতো এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে ক্যারিবিয়ান লিগ, বিপিএল, পিএসএল, এলপিএল খেলেছেন তিনি।

আরও পড়ুন: আফিফের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ, স্কোয়াডে আছেন যারা 

ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট