Connect with us

ফুটবল

ফের ফাইনাল আয়োজনের দাবি, ফরাসিদের ‘পাগলামী’ থামাতে বলল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনাল আবারো আয়োজন করার দাবি তুলেছে ফ্রান্স। তাদের দাবি, ‘অনৈতিকভাবে’ কাতারে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তদের প্রথম ও শেষ গোলটি নিয়ে প্রশ্ন তুলেন ফরাসি সমর্থকরা।

তারা আবেদন জোরালো করতে, ইতোমধ্যে দুই লাখ গণস্বাক্ষর সংগ্রহ করেছে। যদিও তাদের এই দাবি ঢোপে টিকেনি। ফাইনাল ম্যাচটি পরিচালনা করা রেফারি দাবি করেন, মেসির শেষ গোলের সময় আর্জেন্টিনার দুজন মাঠে ছিলেন। একইভাবে এমবাপ্পের দ্বিতীয় গোলের সময় তো তাদের সাতজন মাঠে ছিলেন।

এদিকে রেফারির এমন বক্তব্যের পরও থামছে না ফরাসি ভক্তদের ‘পাগলামী’। জবাবে আকাশি-নীল ভক্তরা ফ্রান্সের উদ্দেশ্যে বলেছে, ‘কান্না থামাও।’ কারণ জাতিগতভাবে আর্জেন্টিনার মধ্যে এখন যে একতা ও উন্মদনা এতে ফ্রান্সের চেয়ে অনেক বেশি স্বাক্ষর সংগ্রহ করে ম্যাচ পুনরায় আয়োজন না করার দাবি তোলা সময়ের বিষয় মাত্র।

গোমেজ নামের একজন বলেন, ‘ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজন করতে যদি ফ্রান্স স্বাক্ষর সংগ্রহ করে তাহলে, আর্জেন্টিনার এখন স্বাক্ষর সংগ্রহ করে ওদের কান্না থামানো উচিত। এতেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।’

অপরদিকে ফ্রান্সকে স্বাক্ষর সংগ্রহের একটি নমুনা দেখিয়েছে আর্জেন্টিনা। কিছু সংবাদ মাধ্যম দাবি করে, ইতোমধ্যে আর্জেন্টিনার ভক্তরাও ৬ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল